কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আকাশ ও তার নির্মিত গাড়িটি। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের আকাশকে সহযোগিতা করবে আইসিটি বিভাগ

নিজস্ব প্রতিবেদক
প্রিয়.কম
প্রকাশিত: ২১ জুন ২০১৯, ১৪:০৬
আপডেট: ২১ জুন ২০১৯, ১৪:০৬

(প্রিয়.কম) ইতালির ‘ল্যাম্বোরগিনি’র আদলে গাড়ি তৈরি করে তাক লাগিয়ে দেওয়া আকাশকে সহযোগিতার করবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ।

২১ জুন, শুক্রবার আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তার ফেসবুক স্ট্যাটাসে এ আশ্বাস দেন।

প্রতিমন্ত্রী আকাশকে নিয়ে প্রকাশিত একটি টিভি চ্যানেলের ভিডিও শেয়ার করে স্ট্যাটাসে লেখেন, ‘আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ হতে আইসিটি বিভাগ থেকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ।’

আইসিটি বিভাগের পক্ষ থেকে আকাশকে কী ধরনের সহযোগিতা করা হতে পারে তা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

উল্লেখ্য, বিদেশি ব্র্যান্ড ল্যাম্বোরগিনির আদলে পরিবেশ বান্ধব, ব্যাটারিচালিত গাড়ি তৈরি করে সংবাদের শিরোনামে আসেন আকাশ।

আকাশের দেওয়া তথ্য অনুযায়ী, ছোটবেলা থেকেই নিজের তৈরি গাড়িতে চড়ার শখ ছিল তার। অটোরিকশা নির্মাণের গ্যারেজ থেকে বডি তৈরি করতে করতে দেড় বছর আগে তিনি শুরু করেন গাড়ি তৈরির কাজ। ক্যালেন্ডারের পাতায় ইতালির বিখ্যাত ল্যাম্বোরগিনির মডেল দেখেই সেটি অনুসরণ করে সামনে এগোতে থাকেন তিনি।

বাবার কাছ থেকে প্রতিদিন ১০০/২০০ করে টাকা নিয়েই অল্প অল্প করে কাজ শুরু করেন আকাশ। ইউটিউবে টিউটোরিয়াল দেখে ও জাহাজ কাটার অভিজ্ঞতা থেকে ইস্পাতের পাত কেটে কেটে গাড়ির বডির শেপ তৈরি করেন। ল্যাম্বোরগিনির আদলে গাড়ির নকশা প্রণয়ন, নির্মাণ, জোড়াতালি সবই নিজের হাতে তৈরি করেন তিনি। অটোরিকশা ওয়ার্কশপে আকাশের তৈরি গাড়িটি ঘণ্টায় ৪৫ কিলোমিটার বেগে প্রায় ১০ ঘণ্টা চলতে সক্ষম।

প্রিয় প্রযুক্তি/রাকিব/আশরাফ