কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শাহরুখ খান। ছবি: সংগৃহীত

বাবা দিবসে বাবার নামে দাতব্য সংস্থা খুললেন শাহরুখ

শামীমা সীমা
সহ সম্পাদক
প্রকাশিত: ১৭ জুন ২০১৯, ১৫:৫০
আপডেট: ১৭ জুন ২০১৯, ১৫:৫০

(প্রিয়.কম) বলিউডের কিং খান হওয়ার সুবাদে সমাজের প্রতিও দায়বদ্ধ সুপারস্টার শাহরুখ খান। অনেকদিন ধরেই সামাজিক সচেতনতামূলক কাজে জড়িত থাকা বলিউড বাদশাহ এবার অ্যাসিড আক্রান্ত নারীদের সেবার জন্য খুললেন দাতব্য সংস্থা।

১৬ জুন, রবিবার বিশ্ব বাবা দিবসে এই প্রতিষ্ঠান উদ্বোধন করে নিজের বাবাকে অভিনব উপায়ে শ্রদ্ধা জানালেন শাহরুখ। বাবার নামে অ্যাসিড আক্রান্ত নারীদের সাহায্যের জন্য ‘মীর ফাউন্ডেশন’ প্রতিষ্ঠান খুলেছেন তিনি।

এদিন প্রতিষ্ঠানের ওয়েবসাইট উদ্বোধন করে শাহরুখ বলেন, ‘প্রতিষ্ঠানটি আমার বাবার নাম অনুসারে ‘মীর ফাউন্ডেশন’। এটি অ্যাসিড আক্রান্ত নারীদের সাহায্যের জন্য বানানো একটি ওয়েবসাইট। ওয়েবসাইটটির উদ্বোধনের জন্য বাবা দিবসের থেকে ভালো দিন আর কী হতে পারত!’

অ্যাসিড আক্রান্ত নারীদের পাশে শাহরুখ খান। ছবি: সংগৃহীত

এদিন প্রতিষ্ঠানের ওয়েবসাইটে শাহরুখ লিখেছেন, ‘আমার সতীর্থরা আমাকে জীবনে সফল হওয়ার অনেক সুযোগ দিয়েছেন। আর এটাই আমি করতে চাই অন্যদের জন্য, বিশেষত নারীদের জন্য। আমি নারীদের জন্য এমন পরিবেশ তৈরি করতে চাই যেখানে তারা নিজেদের মতো করে জীবনটাকে সাজাতে পারবেন। কথাটা আদর্শবাদীর মতো মনে হতে পারে কিন্তু আমি বিশ্বাস করি আমরা মেয়েদের সেই ক্ষমতা দিতে পারি যাতে তারা নিশ্চিন্তভাবে বাঁচতে পারেন, স্বপ্ন দেখতে পারেন।’

এ প্রসঙ্গে শাহরুখ আরও বলেন, ‘এই ফাউন্ডেশনের মাধ্যমে আমরা সেই মেয়েদের সাহায্য করতে পারি যারা খারাপ ব্যবহার পেয়েছেন সমাজের থেকে। আমরা মাত্র শুরু করেছি, ভবিষ্যতে আরও শক্তিশালী হবো, কাজ করব যতক্ষণ না স্বপ্নটা বাস্তবে পরিণত করতে পারছি।’

অ্যাসিড আক্রান্ত নারীদের পাশে শাহরুখ খান। ছবি: সংগৃহীত

শাহরুখ খানকে শেষ বড়পর্দায় দেখা গেছে ‘জিরো’ সিনেমায়। যদিও সেই সিনেমাটি বক্স অফিসে ভালো ফলাফল করতে পারেনি। এতে তার বিপরীতে ছিলেন ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মা। তবে ইতোমধ্যেই পরবর্তী সিনেমার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন শাহরুখ। শোনা যাচ্ছে, সিনেমা নিয়ে রাজকুমার হিরানির সঙ্গে কথাবার্তাও শুরু করছেন তিনি।

সূত্র: নিউজ১৮

প্রিয় বিনোদন/আশরাফ