কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

প্রতীকী ছবি

স্টার্টআপদের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক
প্রিয়.কম
প্রকাশিত: ১৩ জুন ২০১৯, ১৮:২৪
আপডেট: ১৩ জুন ২০১৯, ১৮:২৪

(প্রিয়.কম) দেশীয় স্টার্টআপদের জন্য ২০১৯-২০ অর্থ বছরে ১০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

১৩ জুন, বৃহস্পতিবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রস্তাব দেন।

প্রস্তাবনায় বলা হয়, দেশীয় স্টার্টআপদের মূলধনের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এই অর্থ দেশের সব প্রকার স্টার্টআপের উন্নয়নে ব্যয় করা হবে।

উল্লেখ্য, ২০১৯-২০ অর্থ বছরে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিখাতে মোট ৫ হাজার ৩৯১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে।

এর মধ্যে তথ্য ও প্রযুক্তিখাতে খাতে এক হাজার ৯৩০ কোটি টাকা এবং ডাক ও টেলিযোগাযোগ খাতে ৩ হাজার ৪৬০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়।

প্রিয় প্রযুক্তি/কামরুল