অ্যাডনক গ্রুপ টাওয়ারে নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত

আবুধাবির টাওয়ারে ভেসে উঠল মোদির ছবি (ভিডিও)

আশরাফ ইসলাম
সহ-সম্পাদক
প্রকাশিত: ০১ জুন ২০১৯, ১২:২৩
আপডেট: ০১ জুন ২০১৯, ১২:২৩

(প্রিয়.কম) ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয়বারের মতো শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। ৩০ মে, বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে রাইসিনা হিলসে শপথ নেন তিনি। আর শপথ নিতেই তার ছবি ফুটে উঠল আবুধাবির টাওয়ারে।

ভারত ও আরব আমিরাতের বন্ধুত্বের বার্তা দিয়ে আবুধাবির অ্যাডনক গ্রুপ টাওয়ারে আলোয় নরেন্দ্র মোদি ও আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ানে ছবি ফুটিয়ে তোলা হয়েছে, সঙ্গে দুই দেশের পতাকা।

আবুধাবিতে ভারতের রাষ্ট্রদূত নবদীপ সিং সুরি সেই ছবি টুইটারে পোস্ট করে লিখেছেন, এটাই প্রকৃত বন্ধুত্ব। 

নবদীপ সিং সুরির টুইটারে ২৪ সেকেন্ডের একটি ভিডিও আপলোড করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে দুই দেশের পতাকা ও প্রধানমন্ত্রীর করমর্দনের ছবি। 

প্রিয় সংবাদ/রুহুল