কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মোবাইলের টাওয়ার। ফাইল ছবি

রমনা-জামালপুরের দুই টাওয়ার জনস্বাস্থ্য বা পরিবেশের জন্য ক্ষতিকর নয়: বিটিআরসি

রাকিবুল হাসান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ মে ২০১৯, ১৫:৫৩
আপডেট: ২৭ মে ২০১৯, ১৫:৫৩

(প্রিয়.কম) রাজধানীর রমনায় এবং জামালপুরে অবস্থিত মোট দুটি টাওয়ারের ক্ষতিকর ইএমএফ রেডিয়েশন পরিমাপ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

ফলাফলে দেখা গেছে, ওই দুই টাওয়ার থেকে ইএমএফ নিঃসরণের মাত্রা জনস্বাস্থ্য বা পরিবেশের জন্য ক্ষতিকারক নয়।

বিটিআরসি জানিয়েছে, ইন্টারন্যাশনাল কমিশন অন নন-আয়নজিং রিডিয়েশন প্রটেকশন (আইসিএনআইআরপি), ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন (ডব্লিউএইচও) এবং ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ)-এর স্ট্যান্ডার্ড অনুসরণ করে আইএমএফের মাত্রা পরীক্ষা করা হয়।

রমনা এলাকায় যে টাওয়ারটির ইএমএফ নিঃসরণের মাত্রা পরীক্ষা করা হয়, সেখানে ইএমএফ নিঃসরণের মাত্রা প্রতি বর্গমিটারে ০.১০৬১ ওয়াট। একই সঙ্গে জামালপুর সদরে অবস্থিত টাওয়ারটির ক্ষেত্রে প্রতি বর্গমিটারে ০.০২৬৮ ওয়াট।

আইসিএনআইআরপি-এর মানদণ্ড অনুযায়ী ইএমএফ নিঃসরণের গ্রহণযোগ্য মাত্রা প্রতি বর্গমিটারে ২.৮৭১ ওয়াট।

বিটিআরসি জানিয়েছে, এই দুই টাওয়ারের পাঁচ মিটারের মধ্যে ইএমএফ নিঃসরণের মাত্রা গ্রহণযোগ্য মানের চেয়ে অনেক কম রয়েছে, যা পরিবেশের জন্য ক্ষতিকর নয়।

প্রিয় প্রযুক্তি/আজাদ চৌধুরী