কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ফাইল ছবি

অনলাইনে নীতিমালা করা হবে: তথ্যমন্ত্রী

আমিনুল ইসলাম মল্লিক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ মে ২০১৯, ২১:০১
আপডেট: ২২ মে ২০১৯, ২১:০১

(প্রিয়.কম) তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘অনলাইন গণমাধ্যমে শৃঙ্খলা আনা প্রয়োজন। এ জন্য অচিরেই অনলাইনের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করব। এরপর অনলাইন নীতিমালা করা হবে।’

২২ মে, বুধবার বিকেলে দেশের একটি অনলাইন নিউজ পোর্টালের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমরা অনলাইনগুলোর রেজিস্ট্রেশন চালু করব। বাংলাদেশে এখন অনলাইনগুলোর রেজিস্ট্রেশন নাই। এর জন্য কিছু তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছিল। সেগুলো করার পর রেজিস্ট্রেশন দেওয়ার কথা ছিল, কিন্তু সেটা করা হয়নি। আমরা অনলাইনের রেজিস্ট্রেশন অচিরেই শুরু করব এবং এটা খুব দেখে-শুনে দেওয়া হবে। এখানে শৃঙ্খলা আনা প্রয়োজন। অনেকেই একটা অনলাইন খুলে কয়েকজনকে সাংবাদিক কার্ড দিয়ে দেয় এবং অনলাইনটিকে ভিন্ন কাজে ব্যবহার করে। এ জন্য অনলাইনের একটি রেজিস্ট্রেশন থাকা প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘অনলাইন গণমাধ্যম এখন পাঠকপ্রিয়তা পাচ্ছে, মানুষের কাছে জনপ্রিয় হচ্ছে। সবার আগে সর্বশেষ সংবাদ দিতে গিয়ে যা হচ্ছে অনেক ক্ষেত্রে সংবাদের বস্তুনিষ্ঠতা হারিয়ে যাচ্ছে, অনেক ক্ষেত্রে ভুল সংবাদ পরিবেশিত হচ্ছে, আবার অনেক ক্ষেত্রে কিছু ভুঁইফোড় অনলাইন ইচ্ছে করে কিছু সংবাদ পরিবেশন করে, যার মাধ্যমে তাদের পরিচিতি পায়। আমাদেরকে এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে হবে। সে জন্য অনলাইন নীতিমালা করা হচ্ছে। আমরা ইতোমধ্যে তা করেছি কিন্তু এটাকে আইনে রূপান্তরিত করতে হবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশে ১০ বছর আগে অনলাইন পত্রিকা ছিল হাতে গোনা কয়েকটি। বাংলাদেশে টেলিভিশন চালু আছে ৩১টি এবং আরও ৪৫টির লাইসেন্স দেওয়া হয়েছে। অর্থাৎ এ ক্ষেত্রে ব্যাপক একটি পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনের মধ্যে দিয়ে নিজেদের মধ্যে ব্যাপক একটি প্রতিযোগিতা তৈরি হয়েছে।’

প্রিয় সংবাদ/আজাদ চৌধুরী