কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ছবিটি প্রতীকী, ইন্টারনেট হতে সংগৃহীত।

প্রিয় টিপস: ২১ মে, ২০১৯

রুমানা বৈশাখী
বিভাগীয় প্রধান (প্রিয় লাইফ)
প্রকাশিত: ২১ মে ২০১৯, ০৮:৩৫
আপডেট: ২১ মে ২০১৯, ০৮:৩৫

(প্রিয়.কম) টিপস বিভাগে প্রতিদিন আমাদের চেষ্টা থাকে এমন কিছু কৌশল উপস্থাপন করার, যা কিনা নিত্যদিনের খুঁটিনাটি কাজে সাহায্য করে চমৎকারভাবে। তারই ধারাবাহিকতায় আজ থাকছে দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িত আরো একটি টিপস।

রমজান মানেই লেবুর শরবত আর বাজারে এই সময়ে লেবুর অনেক বেশি চড়া মূল্য থাকে। কীভাবে বৃদ্ধি করবেন লেবুর রস বা কীভাবে রস নিংড়ে নিলে অনেকটা বেশি লেবুর রস পাওয়া যাবে। কৌশল থাকছে আজকের টিপসে।

লেবুকে রস করার আগে খুব ভালোভাবে টেবিলে ডলে নিন। হাত দিয়ে চেপে ডলে নিন। ভালো ভাবে ডলে নিলে লেবুর ভেতরে ছোট ছোট রোয়াগুলি ভেঙে যাবে আর রসের পরিমাণ বৃদ্ধি পাবে। আপনি চিপে নেওয়ার সময়ে অল্প শ্রমেই অনেকটা লেবুর রস পাবেন।

প্রিয় লাইফ/আশরাফ