কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

গর্ভপাত আইনের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হলেন তারকা সমাজ কর্মীরা। ছবি: সংগৃহীত

কানের লাল গালিচায় তারকাদের আন্দোলন

শামীমা সীমা
সহ সম্পাদক
প্রকাশিত: ২০ মে ২০১৯, ২১:০৭
আপডেট: ২০ মে ২০১৯, ২১:০৭

(প্রিয়.কম) দক্ষিণ ফরাসি উপকূলের শহরে চলছে বিশ্ব সিনেমার অন্যতম সম্মানজনক আসর কান চলচ্চিত্র উৎসব। ৭২তম এই আসর গত ১৪ মে শুরু হয়ে চলবে আগামী ২৫ মে পর্যন্ত। কানের এই আসরে সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপাম অর্থাৎ পাম ডিঅ’র-এর জন্য প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে মোট ২১টি সিনেমা।

দেশ বিদেশের নামি দামি তারকাদের উপস্থিতিতে ঝলমল করছে কানের লাল গালিচা। এরই মধ্যে ৭২ তম কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচা মুখর হল তারকাদের অনন্য আন্দোলনে। গর্ভপাত আইনের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হলেন তারকা সমাজ কর্মীরা। ব্যানার নিয়ে তারা হাঁটলেন লাল গালিচায়।

গর্ভপাত আইনের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হলেন তারকা সমাজ কর্মীরা। ছবি: সংগৃহীত

সম্প্রতি আমেরিকার বিভিন্ন জায়গায় গর্ভপাত আইনকে কঠোর করা হয়েছে। আর্জেন্টিনার পরিচালক জুয়ান সোলানাসের ‘লেট ইট বি ল’ প্রদর্শনের আগে এই বিক্ষোভ শুরু হয়। বলে রাখা ভালো, আর্জেন্টিনায় গর্ভপাতকে বৈধতা দেওয়ার জন্য প্রবল আন্দোলন চলছে।

এদিকে এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছিলেন উৎসবের বিচারক ও চলচ্চিত্র পরিচালক আলেজান্দ্রো গঞ্জালেস ইনারিতু। মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের কঠোর সমালোচনা করেন তিনি।

সূত্র: ফক্স নিউজ

প্রিয় বিনোদন/কামরুল