কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মোস্তাফা জব্বার (বামে) ও জুনাইদ আহ্‌মেদ‍ পলক (ডানে)

পলকের হাতে আইসিটি বিভাগের হাল, জব্বারের হাতে ডাক, টেলিযোগাযোগ

রাকিবুল হাসান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ মে ২০১৯, ২১:৪৭
আপডেট: ১৯ মে ২০১৯, ২১:৪৭

(প্রিয়.কম) সরকারের মন্ত্রিপরিষদ পুনর্বিন্যাস করা হয়েছে। এর অংশ হিসেবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী করা হয়েছে মোস্তাফা জব্বারকে।

একই সঙ্গে জুনাইদ আহমেদ পলককে করা হয়েছে তথ্যপ্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী। ১৯ মে, রবিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, মোস্তাফা জব্বারের হাতে এখন শুধু মাত্র ডাক ও টেলিযোগাযোগ বিভাগের দায়িত্ব থাকছে। এর আগে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উভয় বিভাগের দায়িত্বে ছিলেন মন্ত্রী মোস্তাফা জব্বার।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী নতুন মন্ত্রী সভায় দ্বিতীয়বারের মতো মোস্তাফা জব্বারকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছিল।

এ ছাড়া সংসদ সদস্য পলক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন ২০১৪ সাল থেকে।

প্রিয় প্রযুক্তি/কামরুল