কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

প্রতীকী ছবি

ইনস্টাগ্রামের ফলাফলকে বেছে নিলেন তরুণী, দিলেন লাফ

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৫ মে ২০১৯, ১৫:৫১
আপডেট: ১৫ মে ২০১৯, ১৫:৫১

(প্রিয়.কম) ইনস্টাগ্রামে নিজের ফলোয়ারদের কাছে প্রশ্ন করলেন, তিনি বেঁচে থাকবেন না মারা যাবেন। তার ফলোয়াররাও বিষয়টিকে মজা হিসেবে নিয়ে মারা যাওয়ার পক্ষে ভোট দিলেন।

ফলোয়ারদের দেওয়া রায় মেনে সুউচ্চ ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন ১৬ বছর বয়সী এক তরুণী। ঘটনাটি ঘটেছে মালয়েশিয়ার কুচিং শহরে।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, স্থানীয় সময় ১৪ মে, রাত ৮টার দিকে তিন তলা বিশিষ্ট একটি দোকানের ছাদে ওই তরুণীর মরদেহ পাওয়া যায়। মৃত্যুর কারণ জানতে তদন্তে নামে পুলিশ।

তদন্তে দেখা যায়, মৃতদেহ পাওয়ার পাঁচ ঘণ্টা আগে ওই তরুণী ইনস্টাগ্রামে একটি পোস্ট দেন। সেখানে ওই তরুণী লেখেন, ‘সত্যিই জরুরি। ডি (ডাইড) /এল (লিভ) বেছে নিতে আমাকে সাহায্য করুন।’

স্থানীয় পুলিশ প্রধান আইডিল বোলহাসান জানিয়েছেন, ওই পোস্টে ৬৯ শতাংশ ফলোয়ার (ওই তরুণীর) ডাই বা ডি এর পক্ষে ভোট দেন যা ওই নারীকে আত্মহত্যা করতে প্ররোচিত করেছে।

ওই কর্মকর্তা আরও জানান, মেয়েটির ফেসবুক পোস্ট থেকে ধারণা করা হচ্ছে মেয়েটি হতাশায় ভুগছিলেন।

প্রিয় সংবাদ/রাকিব/আশরাফ