কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ছবিটি প্রতীকী, ইন্টারনেট হতে সংগৃহীত।

৭টি লক্ষণে বুঝবেন আপনার বাড়িতে চোর-ডাকাতের নজর পড়েছে!

রুমানা বৈশাখী
বিভাগীয় প্রধান (প্রিয় লাইফ)
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০১৯, ১৩:২৭
আপডেট: ২৭ এপ্রিল ২০১৯, ১৩:২৭

(প্রিয়.কম) বাড়িতে চুরি বা ডাকাতি হওয়া আমাদের দেশে খুবই সাধারণ একটি সমস্যা। আর একবার এই ঘটনা ঘটার পর আদতে থানা-পুলিশ করে বিশেষ লাভ হয় না। জিনিসতো ফেরত মেলেই না, বেশিরভাগ ক্ষেত্রেই চোর-ডাকাতেরাও ধরা পড়ে না। বিপদ বলে-কয়ে আসে না এটি ঠিক। কিন্তু বিপদ আসার আগেই প্রায়ই তা টের পাওয়া যায়, কিংবা সতর্ক দৃষ্টি রাখলে বুঝে নেওয়া যায়।

কীভাবে? জানিয়ে দিচ্ছি ৭টি লক্ষণ। এই ৭টি লক্ষণ দেখা গেলে বুঝবেন আপনার বাসা কিংবা অফিসে খারাপ মানুষের নজর পড়েছে!

১। আপনার বাসার ময়লার ঝুরি বা প্যাকেট প্রায়ই হাওয়া হয়ে যাচ্ছে আজকাল? চোর-ডাকাতেরা নানান রকমের তথ্য বা ব্যাংকের তথ্য পাওয়ার জন্যে আবর্জনা ঘেঁটে থাকে।

২। আপনার পোষা কুকুরটি কি হারিয়ে গেছে কিংবা হুট করেই সন্দেহজনকভাবে মারা গেছে বা কেউ মেরে ফেলেছে? চোর- ডাকাতেরা পোষা কুকুরকেই সবার আগে সরিয়ে ফেলে!

৩। জানালার কাঁচ ভাঙা দেখছেন? বা গাড়ির কাঁচ আপনার অজান্তেই ভেঙে গেছে? সতর্ক হোন আজই।

৪। আজকাল আপনার বাসার আশেপাশের লাইট বা সামনের লাইট খুব নষ্ট হচ্ছে? ব্যাপারটি হতে পারে ইচ্ছাকৃত।

৫। আপনার বাসার আশেপাশে বা দরজায় নানান রকমের চিহ্ন বা মার্কিং চোখে পড়ছে? নিশ্চিত থাকুন তা চোর-ডাকাতের কাজ। নানান রকমের বিচিত্র দাগ, ক্রস চিহ্ন, স্টিকার ইত্যাদি দেখলে সতর্ক হোন।

৬। বাসার ল্যান্ড ফোনে খুব বেশি ভুয়া কল আসছে? বর্তমান যুগে ভুল নম্বরে কল যাবার সম্ভাবনা খুবই কম। তাই সতর্ক হোন।

৭। বাসার তালা ভাঙা পেয়েছেন বা তালার গায়ে নানান রকমের স্ক্যাচ দেখতে পেয়েছেন? নিশ্চিত থাকুন এটা চোর-ডাকাতের কাজ। 

সতর্ক থাকুন। সাবধানে থাকুন। সাবধানতার বিকল্প নেই।

প্রিয় লাইফ/আশরাফ