কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শ্রীলঙ্কায় চার্চগুলোতে ইতোমধ্যে নিরাপত্তা বাড়ানো হয়েছে। ছবি:সংগৃহীত

শ্রীলঙ্কায় সকল ক্যাথলিক চার্চ বন্ধের নির্দেশ

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০১৯, ১৭:১১
আপডেট: ২৫ এপ্রিল ২০১৯, ১৭:১১

(প্রিয়.কম) শ্রীলঙ্কায় নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত দেশটির সকল ক্যাথলিক চার্চ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। গত ২১ এপ্রিল ইস্টার সানডে পালনকালে ক্যাথলিক চার্চে ভয়াবহ বোমা হামলার প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২৫ এপ্রিল, বৃহস্পতিবার সিনিয়র একজন ধর্মযাজক এ কথা জানান।

যাজক জানান, ‘নিরাপত্তা বাহিনীর পরামর্শে আমরা সকল চার্চ বন্ধের সিদ্ধান্ত নিয়েছি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চার্চে কোনো ধরনের জমায়েত করা যাবে না।’

এদিকে সরকারি কর্মকর্তারা বলেছেন, ‘দেশব্যাপী চার্চগুলোতে ইতোমধ্যে নিরাপত্তা বাড়ানো হয়েছে।’

গত রবিবার খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালনকালে শ্রীলঙ্কার তিনটি চার্চ ও তিনটি হোটেলে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩৫৯ জন প্রাণ হারিয়েছে ও কয়েকশ লোক আহত হয়েছে।

এদিকে গত মঙ্গলবার এ হামলার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যের জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। আইএসের বার্তা সংস্থা আমাক সাত জঙ্গির নাম প্রকাশ করে। এরাই আত্মঘাতী হামলাগুলো চালিয়েছে বলে জানিয়েছে আইএস।

সূত্র: এএফপি

প্রিয় সংবাদ/ প্রান্তিক/আশরাফ