কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শনিবার বিকেল ছবির একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

মস্কোতে পুরস্কৃত ফারুকীর ‘শনিবার বিকেল’

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০১৯, ১৬:৫৯
আপডেট: ২৫ এপ্রিল ২০১৯, ১৬:৫৯

(প্রিয়.কম) ঢাকার গুলশানের হলি আর্টিজান হামলার ঘটনা অবলম্বনে নির্মিত ‘শনিবার বিকেল’ সিনেমাটি ৪১তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দুটি ইন্ডিপেন্ডেন্ট জুরি পুরস্কার জিতেছে।

এরমধ্যে একটি হচ্ছে ‘রাশিয়ান ফেডারেশন ফিল্ম ক্রিটিকস জুরি পুরস্কার’ অন্যটি হচ্ছে ‘কমারসান্ট’ পুরস্কার।

পুরস্কার দুটি গ্রহণ করেন পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী এবং পুরস্কার গ্রহণের সময় উপস্থিত ছিলেন জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, ছবির অন্যতম প্রযোজক আনা কাচকো এবং সিনেমাটোগ্রাফার আজিজ জাম্বাকিয়েভ।

২৫ এপ্রিল, বৃহস্পতিবার বিকেলে নির্মাতার পক্ষ থেকে পাঠানো এক মেইল বার্তায় এ তথ্য জানানো হয়েছে। 

মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী দিন আজ। প্রচলিত রীতি অনুযায়ী প্রতিবছর সকালে ঘোষণা করা হয় বিভিন্ন ক্রিটিক সংগঠনগুলোর সমন্বয়ে গঠিত ইন্ডিপেন্ডেন্ট জুরিদের অ্যাওয়ার্ড এবং সন্ধ্যায় ঘোষণা করা হবে অফিশিয়াল জুরিদের অ্যাওয়ার্ড।

এই বছর ইন্ডিপেন্ডেন্ট জুরি অ্যাওয়ার্ড ঘোষনার আসর বসে মস্কো’র নভি আরবাত স্ট্রিটে অবস্থিত অক্টোবর সিনেমা হলে।

রাশিয়ায় পুরস্কৃত ফারুকীর ‘শনিবার বিকেল’। ছবি: সংগৃহীত

মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে লড়ছে ‘শনিবার বিকেল’ ছবিটি।

‘শনিবার বিকেল’ চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশ থেকে জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মামুনুর রশিদ, ইরেশ যাকের, ইন্তেখাব দিনার, গাউসুল আলম শাওন, নাদের চৌধুরী, ভারতের পরমব্রত চট্টোপাধ্যায়, ফিলিস্তিনের ইয়াদ হুরানিসহ আরও অনেকে।

বাংলাদেশ-ভারত-জার্মান যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘শনিবার বিকেল’। বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের কলকাতার শ্যাম সুন্দর দের পাশাপাশি প্রযোজনার সঙ্গে যুক্ত আছে ছবিয়াল।

প্রিয় বিনোদন/আশরাফ