কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মৌমাছির চাক। ছবি: সংগৃহীত

আগুন লাগার পর কী হয়েছিল নটর ডেমের ২ লাখ মৌমাছির (ভিডিও)

আশরাফ ইসলাম
সহ-সম্পাদক
প্রকাশিত: ২১ এপ্রিল ২০১৯, ১৬:৫১
আপডেট: ২১ এপ্রিল ২০১৯, ১৬:৫১

(প্রিয়.কম) গত ১৫ এপ্রিল আগুনের লেলিহান শিখা প্যারিসে অবস্থিত ৮৫০ বছরের পুরানো নটর ডেম ক্যাথেড্রালকে ছারখার করে দিলেও, আশ্চর্যজনকভাবে সেই আগুনে বিন্দুমাত্র ক্ষতি হয়নি ওই ক্যাথেড্রালের মধ্যে বাস করা লাখো মৌমাছির।

ওই ক্যাথেড্রালের ছাদে তিনটি বড় বড় মৌচাকে এক লাখ ৮০ হাজার মৌমাছি ছিল। কিন্তু এত বড় অগ্নিকাণ্ডের ঘটনার পরও একটি মৌমাছিরও কোনো ক্ষতি হয়নি বলে জানা গেছে। 

ওই ক্যাথেড্রালের মৌমাছি পালনকারী জানান, আগুন ওদের মারেনি। অগ্নিকাণ্ড থেকে বের হওয়া কার্বন-ডাই-অক্সাইডে মত্ত হয়ে বরং ওই সব মৌমাছিরা চাকের মধ্যেই ঘুমিয়ে পড়েছিল। আর এ কারণে আগুন এদের স্পর্শ করতে পারেনি। 

নটর ডেমের যেই ছাদে আগুন লাগে, তার চেয়ে ১০০ ফুট নিচে গির্জার আরও একটি ছাদ রয়েছে। আর ওই ছাদের মধ্যেই ছিল ওই মৌমাছিদের বাসা। 

সূত্র: ইউএসএ টুডে

প্রিয় সংবাদ/রুহুল