কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কোঁকড়া চুলে কন্ডিশনার দেওয়ার সঠিক উপায়। ছবি: সংগৃহীত

প্রিয় টিপস: ১৪ এপ্রিল, ২০১৯

কে এন দেয়া
সহ-সম্পাদক
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০১৯, ০৮:৫৪
আপডেট: ১৪ এপ্রিল ২০১৯, ০৮:৫৪

(প্রিয়.কম) টিপস বিভাগে আমাদের চেষ্টা থাকে এমন কিছু কৌশল উপস্থাপন করার, যা কিনা নিত্যদিন খুব কাজে লাগে। তারই ধারাবাহিকতায় আজ থাকছে দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িত একটি টিপস।

কোঁকড়া চুলের যত্ন দরকার হয় একটু বেশি।  এই চুলের গঠন আলাদা, তা শুষ্কও হয়ে যায় সহজে। তাই অন্য চুলের মতো একই উপায়ে তার যত্ন নেওয়া যাবে না। বিশেষ করে এই চুলে কন্ডিশনার ভুল উপায়ে দেওয়ার কারণে অনেকেই উপকারিতা পান না। জেনে নিন কোঁকড়া চুলে কন্ডিশনার ব্যবহার করার উপায়টি।

কোঁকড়া চুলের কিউটিকল (বাইরের স্তর) অন্য চুলের মতো মসৃণ নয়। তাই এতে কন্ডিশনার মাখাতে একটু খাটনি বেশি করতে হবে অবশ্যই। চুল শ্যাম্পু করার পর হাতে কন্ডিশনার নিয়ে এরপর চুলের মাঝামাঝি জায়গা থেকে চুলের ডগা পর্যন্ত মাখান, এরপর চুল টানটান করে নিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। কয়েক মিনিট চুলে মাখিয়ে রেখে এরপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

প্রিয় লাইফ/আশরাফ