কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

তালপাতা ল্যাপটপ। ছবি: প্রিয়.কম

দেখা মিলল তালপাতা ল্যাপটপের

রাকিবুল হাসান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ মার্চ ২০১৯, ১৯:০২
আপডেট: ২০ মার্চ ২০১৯, ১৯:০২

(প্রিয়.কম) দেশে ল্যাপটপের তালপাতা নামের নতুন ব্র্যান্ড আসছে, খবরটি পুরনো। তবে দেখা মিলেছে নতুন এই ল্যাপটপের।

আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চলমান দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের জনপ্রিয় প্রদর্শনী ১৫তম বেসিস সফটএক্সপোতে ডেটাসফট সিস্টেম লিমিটেডের স্টলে দেখা মেলে এই ল্যাপটপের।

তালপাতা পকেট পিসি

সফটএক্সপোর মোবাইল ইনোভেশন জোনে থাকা প্রতিষ্ঠানটির স্টল ঘুরে দেখা যায় তিনটি ল্যাপটপ, একটি অল ইন ওয়ান ডেস্কটপ এবং একটি পকেট পিসি নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি।

তালপাতা ল্যাপটপ। ছবি: প্রিয়.কম

ল্যাপটপগুলোর মডেলগুলো হলো—তালপাতা ক, ব, গেমিং ল্যাপটপ, অল ইন ওয়ান এবং পকেট পিসি।

এর মধ্যে তালপাতা ক-এর মূল্য ২২ হাজার, ব-এর মূল্য ২৬ হাজার, গেমিং ল্যাপটপের মূল্য এক লাখ ২৬ হাজার এবং পকেট পিসির দাম ৯ হাজার ২০০ টাকা।

ডেটা সফটের আইওটি ডিভাইস

এ ছাড়া প্রতিষ্ঠানটি স্মার্ট হোম ডিভাইস নিয়ে এসেছে। এর দাম আট হাজার টাকা।

জানা গেছে, চলতি বছরের এপ্রিলে বাজারে দেখা মিলবে এই ডিভাইসগুলোর।

প্রিয় প্রযুক্তি/আজাদ চৌধুরী