কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

হাত মেলাচ্ছেন আন্দিলে ফেলুকওয়ায়ো ও সরফরাজ আহমেদ (ডান দিক থেকে দ্বিতীয়)। ছবি: সংগৃহীত

সরফরাজ শাস্তি পাওয়ায় হতাশ পিসিবি

সৌরভ মাহমুদ
সহ-সম্পাদক
প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০১৯, ১০:৫৯
আপডেট: ২৮ জানুয়ারি ২০১৯, ১০:৫৯

(প্রিয়.কম) দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তানের দ্বিতীয় ওয়ানডে ম্যাচের ঘটনা। তখন ৩৭তম ওভারের খেলা চলছে। ব্যাটিংয়ে ছিলেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার আন্দিলে ফেলুকওয়ায়ো, আর বল হাতে আক্রমণে ছিলেন পাকিস্তানের শাহীন আফ্রিদি। ওভারের তৃতীয় বলে সিঙ্গেল নেন ফেলুকওয়ায়ো।

ওই সময় স্টাম্প মাইকে শোনা যায় উইকেটরক্ষক ও অধিনায়ক সরফরাজ আহমেদ বলছেন, ‘ওহে কাইল্লা (কালো লোক) তোর মা আজ কোথায় বসে আছে, কি দোয়া পড়তে বলে এসেছিস?’

একটি আন্তর্জাতিক দলের অধিনায়ক হিসেবে টিভি সেটের লাখো দর্শকের সামনে এমন বর্ণবাদী মন্তব্য ভালোভাবে নেয়নি ক্রিকেট ভক্তরা। যা নিয়ে সমালোচনার ঝড় ওঠে ক্রিকেট বিশ্বে। তীব্র সমালোচনার মুখে পড়ে শেষ পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমা চান সরফরাজ। এরপর ফেলুকওয়ায়োর সঙ্গে সরাসরি দেখা করেও ক্ষমা চান তিনি।

তখন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস জানান, দলের পক্ষ থেকে সরফরাজকে ক্ষমা করা হয়েছে। তবে তাতেও পার পাননি সরফরাজ। গুরুতর অভিযোগে অভিযুক্ত এই ক্রিকেটারকে জাতীয় দলের আগামী চারটি আন্তর্জাতিক ম্যাচে নিষিদ্ধ ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আইসিসির এমন সিদ্ধান্তে অবশ্য হতাশ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসি কর্তৃক সরফরাজকে শাস্তির ঘোষণার পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে পিসিবির পক্ষ থেকে বলা হয়, ‘সরফরাজকে নিয়ে দেওয়া আইসিসির এই সিদ্ধান্তে গভীর হতাশা প্রকাশ করছে পিসিবি।’

হতাশা প্রকাশের কারণ হিসেবে পিসিবির ভাষ্য, ‘পিসিবি আশা করেছিল, সরফরাজ আহমেদ ক্ষমা চাওয়ার পর বিষয়টা দুই খেলোয়াড় এবং দুই বোর্ডের মধ্যেই মীমাংসা হয়ে যাবে। যেটা ইতিমধ্যেই খেলোয়াড়রা পারস্পরিক গ্রহণ করে নিয়েছে।এমনকি দুই বোর্ড এবং দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলও বিষয়টা মেনে নিয়েছে।’

আইসিসির আগামী সভায় নিজেদের ক্ষোভ ও হতাশা প্রকাশ করবে উল্লেখ করে পিসিবি বিজ্ঞপ্তিতে আরও বলেছে, ‘আইসিসি ফোরামে এ বিষয়টা উত্থাপন করবে পিসিবি। যাতে করে এই আইনের নীতি সংশোধন করা হয়। যেখানে শাস্তির পরিবর্তে পারস্পরিক শ্রদ্ধা এবং বন্ধুত্বপূর্ণ অবস্থানকে মূল্যায়ন করা হবে।’

হতাশা প্রকাশ করলেও সরফরাজ যে কাণ্ড ঘটিয়েছেন তার কোনোরূপ পুনরাবৃত্তি যাতে না হয় সেদিকেও সজাগ দৃষ্টি রয়েছে পিসিবির। ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘পিসিবি যেকোনো ধরনের বর্ণবাদী মন্তব্য বা আচরণের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসের বিষয়টা পুনরায় জানিয়ে দিচ্ছে।’

প্রিয় খেলা/রুহুল