কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। ছবি: সংগৃহীত

ইরানসহ ১২ দেশকে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের অভিযুক্ত করল যুক্তরাষ্ট্র

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৮, ০৯:৩১
আপডেট: ১২ ডিসেম্বর ২০১৮, ০৯:৩১

(প্রিয়.কম) ইরান ও পাকিস্তানসহ ১২ দেশকে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও

১১ ডিসেম্বর, মঙ্গলবার এক বিবৃতিতে তিনি দাবি করেন, পাকিস্তান, ইরান, চীন, উত্তর কোরিয়া, সুদান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, মিয়ানমার, কমোরোস, ইরিত্রিয়া ও সৌদি আরবে পদ্ধতিগতভাবে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘিত হচ্ছে। পার্স টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিশ্বের বিভিন্ন দেশে ধর্মীয় স্বাধীনতার সুযোগ উন্মোচন করা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য বলেও বিবৃতিতে পম্পেও দাবি করেছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, মাইক পম্পেও এমন সময় ইরানকে কিছু দেশের সঙ্গে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করলেন যখন কিনা ইরানের ধর্মীয় সংখ্যালঘুরা মুসলমানদের মতো সমান ধর্মীয় স্বাধীনতা ও নাগরিক অধিকার ভোগ করছেন।

এদিকে পাকিস্তান ও মিয়ানমারকেও ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করেছেন যুক্তরাষ্ট্র।

এর আগে ১০ ডিসেম্বর, সোমবার এক টুইটে মাইক পম্পেও দাবি করেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই গুপ্তচর রবার্ট লেভিনসনকে ইরান সরকার অপহরণ করেছে। তাকে শিগগিরই মুক্তি দিতে হবে। মার্কিন চরকে বন্দী করার বিষয়টি উড়িয়ে দিলেও ইরানের সংবাদমাধ্যম প্রেস টিভি লেভিনসনের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল। তাতে ইরানি রক্ষীদের হাতে ওই এফবিআই এজেন্টের বন্দী হওয়ার কথা বলা হয়।

প্রিয় সংবাদ/আশরাফ/রুহুল