কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

প্রতীকী ছবি

‘ডিজিটাল বাংলাদেশ দিবস’ উদযাপনে দিনব্যাপী কর্মসূচি

রাকিবুল হাসান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৮, ১৭:১৪
আপডেট: ১১ ডিসেম্বর ২০১৮, ১৭:১৪

(প্রিয়.কম) ‘ডিজিটাল বাংলাদেশ হবে বঙ্গবন্ধুর সোনার বাংলা’-এ প্রতিপাদ্য নিয়ে ১২ ডিসেম্বর দেশব্যাপী উদযাপিত হতে যাচ্ছে ডিজিটাল বাংলাদেশ দিবস-২০১৮। দিবসটি উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ (আইসিটি)।

১১ ডিসেম্বর, মঙ্গলবার আইসিটি বিভাগ থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

কর্মসূচির অংশ হিসেবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে ডিজিটাল বাংলাদেশ পুরস্কারপ্রাপ্তদের সম্মাননা প্রদান, রোবো ওয়ার, পাজল গেম শো প্রদর্শনী। এছাড়া দেশব্যাপী অনলাইন প্লাটফর্মে রচনা প্রতিযোগিতা, দেশব্যাপী জেলা উপজেলায় চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং ডিজিটাল বাংলাদেশ সম্পর্কিত আলোচনা সভাও অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১২ ডিসেম্বর সকাল ১০টায় দেশের তথ্যপ্রযুক্তি সেক্টরে অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্টজনদের মাঝে সম্মালনা প্রদান করা হবে।

এতে প্রধান অতিথি থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বিশেষ অতিথি হিসেবে থাকবেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।

এছাড়া একই স্থানে বিকেলে অনুষ্ঠিত হবে “সোনার বাংলা ও ডিজিটাল বাংলাদেশ” শীর্ষক সেমিনার এবং রোবো ওয়ার ও জাতীয় পর্যায়ে অনলাইন রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

প্রিয় প্রযুক্তি/শান্ত