কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নাটোরের নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেড। ছবি: সংগৃহীত

চালুর ১১ ঘণ্টা পর বন্ধ নাটোরের নর্থ বেঙ্গল সুগার মিলস

শেখ নোমান
সহ-সম্পাদক
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০১৮, ১৭:৪০
আপডেট: ১৭ নভেম্বর ২০১৮, ১৭:৪০

(ইউএনবি) যান্ত্রিক ত্রুটির কারণে চালুর ১১ ঘণ্টা পর নাটোরের নর্থ বেঙ্গল সুগার মিলসের চিনি উৎপাদনের কাজ বন্ধ হয়ে গেছে।

চিনিকলের মহাব্যবস্থাপক কে এম সরোয়ার্দি জানান, শুক্রবার বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে আখ মাড়াইয়ের মাধ্যমে মিলটিতে চিনি উৎপাদন শুরু হয়। কিন্তু রাত ৩টায় হঠাৎ করে মিলের বয়লারের স্টিম লাইনের পাইপ ফেটে গেলে চিনি উৎপাদনের কাজ বন্ধ হয়ে যায়।

নিজস্ব ব্যবস্থাপনায় ত্রুটি মেরামতের কাজ চলছে বলে জানান মহাব্যবস্থাপক সরোয়ার্দি।

এবার মিলে দুই লাখ দুই হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ১৫ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্য নিয়ে আখ মাড়াই শুরু হয়েছিল।

প্রিয় সংবাদ/আজাদ চৌধুরী