কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নোকিয়া ১০৬ (২০১৮)। ছবি: সংগৃহীত

নতুন নোকিয়া ফোনে ব্যাটারি ব্যাকআপ ২১ দিন

ফারজানা মাহাবুবা
সহ-সম্পাদক
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০১৮, ১৬:১০
আপডেট: ১৫ নভেম্বর ২০১৮, ১৬:১০

(প্রিয়.কম) ফিচার ফোনের বাজার দখলে নিতে নতুন মুঠোফোন উন্মুক্ত করেছে এইচএমডি গ্লোবাল। কোম্পানির নতুন ফিচার ফোনের নাম নোকিয়া ১০৬ (২০১৮)। ২০১৩ সালে উন্মুক্ত হওয়া নোকিয়া ১০৬ ফোনের হালনাগাদ সংস্করণ এটি।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, একবার চার্জে নোকিয়া ১০৬ (২০১৮) ফোনে ২১ দিন স্ট্যান্ডবাই ও ১৫ ঘণ্টা টকটাইম পাওয়া যাবে।

দাম
রাশিয়ায় নোকিয়া ১০৬ (২০১৮) ফোনের দাম ১ হাজার ৫৯০ রুবল (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ হাজার টাকা)। গাঢ় ধূসর রঙে পাওয়া যাবে এই ফিচার ফোন। রাশিয়ার বাইরে এই ফোন কবে পাওয়া যাবে, তা জানায়নি এইচএমডি গ্লোবাল।

স্পেসিফিকেশন
নোকিয়া ১০৬ (২০১৮) ফোনে একাধিক গেম প্রি-লোডেড থাকবে। এ ছাড়াও এই ফোনে ২ হাজার নম্বর আর ৫০০ খুদেবার্তা (এসএমএস) সেভ করে রাখা যাবে।

ডুয়াল সিম নোকিয়া ১০৬ (২০১৮) ফোনে রয়েছে ১ দশমিক ৮ ইঞ্চি কিউকিউভিজিএ টিএফটি ডিসপ্লে, একটি মিডিয়াটেক এমটি৬২৬১ডি চিপসেট, ৪ মেগাবাইট র‍্যাম আর ৪ জিবি স্টোরেজ। এর সঙ্গেই একটি মাইক্রো ইউএসবি পোর্ট আর ৩ দশমিক ৫ মিলিমিটার হেডফোন জ্যাক থাকবে। আরও থাকবে এফএম রেডিও ও এলইডি ফ্ল্যাশ লাইট।

প্রিয় প্রযুক্তি/আজহার