টিকটকের বিজ্ঞাপন-সুবিধা চালু হলো বাংলাদেশে

প্রথম আলো প্রকাশিত: ০৯ মে ২০২৪, ২০:০৫

বর্তমানে বিশ্বজুড়ে টিকটকের শতকোটির বেশি ব্যবহারকারী রয়েছেন। বাংলাদেশেও টিকটক ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বাড়ছে। আর তাই দেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে সহজে টিকটকে বিজ্ঞাপন দেওয়ার সুযোগ দিতে ডিজিটাল বিজ্ঞাপনী সংস্থা অ্যালেফকে (সাবেক এইচটিটিপুল) দায়িত্ব দিয়েছে টিকটক। বাংলাদেশে নিজেদের বিক্রয় অংশীদার নির্বাচনের জন্য অ্যালেফের সঙ্গে চুক্তিও করেছে টিকটক। আজ এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানিয়ে টিকটক কর্তৃপক্ষ।


সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশেও টিকটকের ব্যবহারকারী বাড়ছে। বিপুলসংখ্যক টিকটক ব্যবহারকারীদের কাছে সহজে প্রচারণা চালানোর সুযোগ দিতে বিজ্ঞাপনী প্রতিষ্ঠান অ্যালেফের সঙ্গে এ চুক্তি করা হয়েছে। এ বিষয়ে পাকিস্তান এবং বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত টিকটকের গ্লোবাল বিজনেস সলিউশন বিভাগের পার্টনারশিপ ম্যানেজার ফাইজা জাফর বলেন, ‘বাংলাদেশের বিজ্ঞাপনদাতারা এখন নতুন ধরনের ডিজিটাল বিজ্ঞাপন ফরম্যাট ব্যবহার করতে পারবেন।’





সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও