কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে যৌথ সংবাদ সম্মেলন করে ক্যাসপারস্কি ল্যাব ও স্মার্ট টেকনোলজিস লিমিটেড। ছবি: সংগৃহীত

‘সমালোচিত’ ক্যাসপারস্কি ল্যাবের নতুন পরিবেশক স্মার্ট টেকনোলজিস

রাকিবুল হাসান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৮, ১৭:৩৫
আপডেট: ১৪ নভেম্বর ২০১৮, ১৭:৩৫

(প্রিয়.কম) যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বেশ কয়েকটি দেশে একবছর ধরে ক্যাসপারস্কি ল্যাব নিয়ে সমালোচনার ঝড় বয়ে চলছে।

এরই মাঝে দেশে ব্যবসা সম্প্রসারণের পদক্ষেপ হিসেবে স্মার্ট টেকনোলজিস লিমিটেডকে পরিবেশক হিসেবে নিয়োগ দিয়েছে অ্যান্টিভাইরাস হিসেবে নাম কুড়ানো এই প্রতিষ্ঠানটি।

১৪ নভেম্বর, বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে বলা হয়, ক্যাসপারস্কি ল্যাব তাদের নতুন পরিবেশক-অংশীদারের সঙ্গে বাংলাদেশের বাজারে ব্যবসা বাড়াতে কাজ করবে, যা এই অঞ্চলে ক্যাসপারস্কি ল্যাবের ব্যবসা সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, এই নিয়োগের মধ্য দিয়ে ক্যাসপারস্কি ল্যাব এই অঞ্চলে তাদের সরবরাহ নেটওয়ার্ক আরও সমৃদ্ধ করল, যা সহযোগিতা করবে বেড়ে উঠা মার্কেটের চাহিদা পূরণে।

সংবাদ সম্মেলনে ক্যাসপারস্কি ল্যাবের সাউথ এশিয়া অঞ্চলের জেনারেল ম্যানেজার শ্রেনিক ভায়ানি বলেন, ‘পরিবেশক হিসেবে এসটিবিএলকে (স্মার্ট টেকনোলজিস লিমিটেড) সঙ্গে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। অঞ্চলটিতে সাইবার অপরাধীদের আগ্রাসীভাবে দমনের কৌশলে আমরা এগিয়ে যেতে চাই।’

বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরির ঘটনাকে উল্লেখ করে তিনি বলেন, ‘২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকের ১ বিলিয়ন ডলার চুরির ঘটনা আমাদের চোখ খুলে দিয়েছে, এটা আমাদের জন্য একটা শিক্ষা। কোনো অঞ্চলই পুরোপুরিভাবে নিরাপদ নয় এবং এজন্য সাইবার সিকিউরিটিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন।’

এসটিবিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ‘বিশ্বে ক্যাসপারস্কি ল্যাব সাইবার নিরাপত্তায় একটি গুরুত্বপূর্ণ নাম। প্রথমেই ক্যাসপারস্কির সঙ্গে যুক্ত হতে পেরে আমরা খুবই আনন্দিত।’

ক্যাসপারস্কিকে বিশ্ব বিখ্যাত এন্টিভাইরাস হিসেবে আখ্যায়িত করে তিনি আরও বলেন, ‘বিশ্বখ্যাত এন্টিভাইরাস ব্র্যান্ডের সাথে যুক্ত হতে যাচ্ছি। এখানে আমাদের ২০ বছরের অভিজ্ঞতা কাজে লাগাব, যা দিয়ে আমরা নিশ্চিতভাবে ক্যাসপারস্কি ল্যাবের বিশ্বমানের পণ্য সারা দেশে ছড়িয়ে দিতে পারব।’

গত বছরের শেষের দিকে রাশিয়াভিত্তিক প্রতিষ্ঠান ক্যাসপারস্কি ল্যাবের নিরাপত্তা সফটওয়্যার ব্যবহারে সীমাবদ্ধতা তৈরি করে যুক্তরাষ্ট্র সরকার। যুক্তরাষ্ট্রের সঙ্গে সুর মেলায় যুক্তরাজ্যও। সেই সময় থেকে নানামুখী পদক্ষেপে আলোচনা-সমালোচনায় আসে এই এন্টিভাইরাস প্রতিষ্ঠানটি।

প্রিয় প্রযুক্তি/শান্ত