কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে আট ওভার বল করেন মুস্তাফিজুর রহমান। ছবি: সংগৃহীত

মুস্তাফিজকে দিয়ে ১০ ওভার না করানোর ব্যাখ্যা মাশরাফির

সৌরভ মাহমুদ
সহ-সম্পাদক
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০১৮, ১৩:৩০
আপডেট: ২৩ অক্টোবর ২০১৮, ১৩:৩০

(প্রিয়.কম) তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রত্যাশিত জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ইমরুল কায়েসের ক্যারিয়ার সেরা ১৪৪ রানের ইনিংস ও মোহাম্মদ সাইফউদ্দিনের মেইডেন হাফসেঞ্চুরির ওপর ভর করে সেদিন ২৭২ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে স্কোরকার্ডে ১৬৯ রান তুলতেই আট উইকেট হারায় জিম্বাবুয়ে। দুইশর নিচেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়েন সফরকারীরা। তবে সে সময় ব্যাট হাতে প্রতিরোধ গড়েন শন উইলিয়ামস-ব্রেন্ডন মাভুতা। নবম উইকেটে ৬৭ রানের এই জুটি হারের ব্যবধান কমায় জিম্বাবুয়ের।

প্রতিপক্ষ নবম উইকেট জুটিতে প্রতিরোধ গড়লেও ওই সময় কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে সেভাবে ব্যবহার করেননি বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এমনকি প্রথম ওয়ানডেতে ১০ ওভারের কোটাও পূরণ হয়নি মুস্তাফিজের। আট ওভার বল করে একটি মেডেনসহ ২৯ রানের বিনিময়ে ফিজ পেয়েছিলেন এক উইকেট। দুই ওভার বাকি থাকলেও কেন তাকে বোলিং করানো হলো না, দ্বিতীয় ওয়ানডের আগে জানতে চাওয়া হয়েছিল মাশরাফির কাছে।

বাংলাদেশ অধিনায়ক জানান, সেদিন কনুইতে ব্যাথা হচ্ছিল মুস্তাফিজের। তাই তাকে দিয়ে পুরো ১০ ওভার বোলিং করানো হয়নি। তবে এখন সুস্থই আছেন মুস্তাফিজ। এদিন অনুশীলনে বোলিংও করেছেন। এ নিয়ে মাশরাফির ভাষ্য, ‘সেদিন মুস্তাফিজের এলবোতে (কনুই) ব্যাথা হচ্ছিলো। আজকে বোলিং করেছে পুরো রানআপেই। ফিজিও রিপোর্ট দিবে একটু পরেই। এখন মোটামুটি ভালোই আছে।’ 

মাশরাফি বলেন, ‘ফুল কোটা পূরন করা তো গুরুত্বপূর্ণ না। ম্যাচ জেতাটা গুরুত্বপূর্ণ। ফুল কোটা করতে গেলে আমাদেরকেও খেয়াল রাখতে হয় যে, পরপর সিরিজ আসছে, টেস্ট ম্যাচও আসছে। তো যারা টেস্ট খেলবে তাদের ওপর যেন অতিরিক্ত প্রেশার না আসে, যদি আমরা ম্যাচ জেতার দিকে থাকি। এসব জিনিস চিন্তা করতে হয়। যেহেতু মুস্তাফিজ কমপ্লেইন করছিল, ওর ব্যাথা হচ্ছিল, ও নিজেই বল করতে চাচ্ছিল না, তখন ওকে ব্রেক দেই। বিশেষ করে বোলার যখন ফিল করে পারছে না, তখন তো আসলে সম্ভব না। এখন ভালো আছে।’

জ্বর ও টনসিলের ব্যথার কারণে ক্যাম্প শুরু হওয়ার ছয় দিন পর যোগ দেন রুবেল হোসেন। জ্বর কমলেও টনসিলের সংক্রমণজনিত সমস্যা ভোগাচ্ছে এখনও। পাশাপাশি রয়েছে দুর্বলতাও। তাই খেলতে পারেননি প্রথম ওয়ানডেতে। বর্তমানে রুবেলের শারীরিক অবস্থার কথা জানতে চাইলে বাংলাদেশ অধিনায়ক জানালেন, সুস্থ হওয়ার পথে রুবেলও। এ নিয়ে মাশরাফি বলেন, ‘রুবেলও সুস্থ হচ্ছে। বোলিং শুরু করেছে। অনুশীলনে পুরো দমে বোলিংও করেছে।’

প্রিয় খেলা