কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নাইজেরিয়ায় সংঘর্ষে আহতদের একজন। ছবি: সংগৃহীত

নাইজেরিয়ায় মুসলিম-খ্রিস্টান সংঘর্ষে নিহত ৫৫

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৮, ১৫:১৬
আপডেট: ২২ অক্টোবর ২০১৮, ১৫:১৬

(প্রিয়.কম) নাইজেরিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটি মার্কেটে মুসলিম-খ্রিস্টান ধর্মাবলম্বী যুবকদের মধ্যে সংঘর্ষে ৫৫ জন নিহত হয়েছেন। নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি জানিয়েছেন, দেশটির উত্তরাঞ্চলীয় কাদুনা রাজ্যে এ ঘটনা ঘটেছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, কাসুওয়ান মাগানি শহরের একটি মার্কেটে ঠেলাগাড়ি-চালক যুবকদের মধ্যে বাদানুবাদ শুরু হয়। একপর্যায়ে সেখানে থাকা মুসলিম ও খ্রিস্টান তরুণরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। 

বৃহস্পতিবার ওই সংঘর্ষের সৃষ্টি হলে প্রথমে দুজন নিহত হন। শুক্রবার স্থানীয় পুলিশ বিষয়টি জানালে ২১ অক্টোবর, রবিবার প্রেসিডেন্টের মুখপাত্রের পক্ষ থেকে এক বিবৃতিতে ঘটনার সত্যতা জানানো হয়।

কাদুনা রাজ্যের পুলিশ কমিশনার জানান, ওই ঘটনার পর ২২ জনকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে ঘটনার পর শহরজুড়ে কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ।

প্রিয় সংবাদ/আশরাফ