কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রং নম্বরে কল। ছবি: সংগৃহীত

রং নম্বরে কল, ৬০ বছরের নারীর সঙ্গে কিশোরের বিয়ে

আশরাফ ইসলাম
সহ-সম্পাদক
প্রকাশিত: ২১ অক্টোবর ২০১৮, ১৪:১৬
আপডেট: ২১ অক্টোবর ২০১৮, ১৪:১৬

(প্রিয়.কম) ভারতের আসামে ১৫ বছরের এক কিশোর মোবাইলে কল করল এক জনকে, কিন্তু চলে গেল রং নম্বরে। এরপর ওই রং নম্বরের মানুষটির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ওই কিশোরের। এক মাস ধরে প্রেম চলল মোবাইলে। এরপর দেখা করার পালা। কিন্তু প্রেমিকার দাবি, দেখা করলে বিয়ে করতে হবে। শর্তে রাজি হয়ে গেল ১৫ বছরের ওই কিশোর।

শর্ত মেনে দেখা করতে গেলে, ওই কিশোর দেখতে পায় যার সাথে সে প্রেম করেছে তিনি ৬০ বছর বয়সী এক নারী। পরে পালানোর চেষ্টা করলে, কনেপক্ষ জোর করে ওই বৃদ্ধার সঙ্গেই বিয়ে দিয়েছে ছেলেটির।

ঘটনাটি ঘটেছে আসামের গোয়ালপাড়া জেলার শিমলিতোলা এলাকার হেপচাপাড়া গ্রামে। ভারতের আনন্দবাজার পত্রিকা এক প্রতিবেদনে এমন তথ্যই জানানো হয়েছে।

বউ নিয়েই ওই কিশোর বাড়িতে ফিরতে বাধ্য হয়েছে। বউয়ের বয়স শাশুড়ির থেকেও বেশ কয়েক বছরের বেশি।

ওই বৃদ্ধার দাবি, কাজি বিয়ে দিয়েছেন। স্বামীর ঘরেই সে থাকবে।

এদিকে ওই কিশোর বাড়ি থেকে পালিয়ে গেছে। ঘটনার জানাজানি হলে গ্রামবাসী ‘নতুন বৌ’ দেখতে আসে ওই কিশোরের বাড়িতে। 

ছেলেটির পরিবার এই বিয়ে মানতে নারাজ। অল অসম মুসলিম স্টুডেন্টস ইউনিয়ন (আমসু) বিষয়টির নিষ্পত্তিতে এগিয়ে এসেছে। নাবালক ছেলেকে জোর করে বিয়ে দেওয়ানোর ঘটনা জানতে পেরে চাইল্ডলাইন বিষয়টি রাজ্য শিশু সুরক্ষা কমিশনেও জানিয়েছে।  

প্রিয় সংবাদ/রুহুল