কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কর্ণাটকে ব্যাংক কর্মকর্তাকে পেটাচ্ছেন এক নারী। ছবি: সংগৃহীত

ঋণের বিনিময়ে কুপ্রস্তাব, পিটুনি খেলেন ব্যাংক কর্মকর্তা (ভিডিও)

আশরাফ ইসলাম
সহ-সম্পাদক
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০১৮, ১৩:৪৬
আপডেট: ১৭ অক্টোবর ২০১৮, ১৩:৪৬

(প্রিয়.কম) ভারতের কর্ণাটকে ব্যাংক থেকে ঋণ নেওয়ার জন্য এক নারী আবেদন করেছিলেন। আবেদনের জবাবে ওই ব্যাংকের এক কর্মকর্তা ঋণের বিনিময়ে ওই নারীকে কুপ্রস্তাব দেন। ওই প্রস্তাবে ক্ষিপ্ত হয়ে ওই নারী ব্যাংক কর্মকর্তাকে রাস্তায় এনে লাঠি ও জুতা দিয়ে রীতিমতো পিটিয়েছেন।

ইতোমধ্যে ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, ওই নারী অভিযুক্ত ব্যাংক কর্মকর্তাকে শার্টের কলার ধরে কখনো লাঠি দিয়ে, আবার কখনো জুতা দিয়ে পেটাচ্ছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ঋণ পাইয়ে দেওয়ার নাম করে ওই নারীকে বাড়িতে ডেকে আনেন ডিএইচএফএল ব্যাংকের ওই কর্মকর্তা।

নারীর দাবি, তাকে কুপ্রস্তাব দেন ওই ব্যাংক কর্মকর্তা। এরপর ওই ব্যক্তিকে ঘর থেকে বের করে বেধড়ক মারতে শুরু করেন তিনি।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার দেভাঙ্গীরির ওই ঘটনার ভিডিওতে দেখা যায়, ওই নারী জানতে চাচ্ছেন কেন ওই ব্যাংক কর্মকর্তা ঋণের বিপরীতে তাকে এই কুপ্রস্তাব দেন।                                                                            

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার এক পর্যায়ে ওই নারী পুলিশের কাছে তুলে দেয় অভিযুক্ত ব্যাংক কর্মকর্তাকে। পরে ওই ব্যক্তির বিরুদ্ধে এফআইআর (ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট) দায়ের করে ওই নারী।

প্রিয় সংবাদ/রুহুল