কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

প্রতীকী ছবি

ভুল করে অ্যান্ড্রয়েড ফোনের সেটিংস পরিবর্তন করে দিয়েছে গুগল

ফারজানা মাহাবুবা
সহ-সম্পাদক
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৮:০২
আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৮:০২

(প্রিয়.কম) সার্চ জায়ান্ট গুগলের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গত সপ্তাহে হঠাৎ দেখেন তাদের ফোনের ব্যাটারি সেভার সেটিংস নিজের অনুমতি ছাড়াই সক্রিয় হয়ে গিয়েছে। আর এমন অনাবশ্যক ভুলের জন্য ক্ষমা চেয়েছে গুগল।

ব্যাটারি সেভার সেটিংস ব্যাকগ্রাউন্ডে কতগুলি অ্যাপ্লিকেশন আপডেট এবং কাজ করবে তা প্রভাবিত করে। গুগল রেডিটে এই সেটিংস পরিবর্তনের বিষয়টি ব্যাখ্যা করেছে। প্রতিষ্ঠানটি বলছে, অভ্যন্তরীণ একটি পরীক্ষা ভুলবশত অনেকের কাছে উন্মুক্ত হয়ে গিয়েছে।

এই সেটিংস পরিবর্তন হয়েছে অ্যান্ড্রয়েড পাই অপারেটিং সিস্টেমে চলা ডিভাইসগুলোতে। ব্যাটারি সেভার অপশনের কারণে নোটিফিকেশন পেতে দেরি হয় এবং লোকেশন সেবা বন্ধ হয়ে যায় পাওয়ার সেভের কারণে। 

সেটিংস বদলে যাওয়ায় প্রথমে ব্যবহারকারীরা ঘাবড়ে গিয়েছিলেন। রেডিটে একজন ব্যবহারকারি লিখেছেন, ‘হঠাৎ করেই দেখলাম আমার ফোনের ব্যাটারি সেভার চালু হয়ে গেছে, আমি সামান্য চিন্তায় পড়ে গিয়েছিলাম যে কোনো অ্যাপের কারণে এমনটা হচ্ছে কিনা ভেবে।’

প্রিয় প্রযুক্তি/কামরুল