কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

হুয়াওয়ে মেট ২০ প্রো স্মার্টফোনের টিজার। ছবি: সংগৃহীত

হুয়াওয়ে প্রকাশ করল মেট ২০ প্রো স্মার্টফোনের টিজার

ফারজানা মাহাবুবা
সহ-সম্পাদক
প্রকাশিত: ১৩ আগস্ট ২০১৮, ০১:৪৬
আপডেট: ১৩ আগস্ট ২০১৮, ০১:৪৬

(প্রিয়.কম) চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ে তাদের আসন্ন ফ্ল্যাগশিপ ফোনের টিজার প্রকাশ করেছে। টিজারে মডেলের কথা সরাসরি বলা না হলেও এতে পরবর্তী প্রজন্মের হুয়াওয়ে মেট ২০ প্রো ফোনের ইঙ্গিত দেওয়া হয়েছে।

হুয়াওয়ের টুইটের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বল হয়, পি ২০ প্রো ফোনে থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ।  এছাড়াও টিজারে হুয়াওয়ে পি২০ প্রো এর ট্রিপল লেন্স ক্যামেরা সিস্টেমকে তুলে ধরে ডিভাইসটি তার পূর্বসুরী ফোন থেকে অনেকটা উন্নত হালনাগাদ তা দেখানো হয়েছে। 

টিজারের শেষে লেখা ছিল, 'কল্পনা করুন আগামীতে কি আসবে'। আর এতেই বোঝা যাচ্ছে প্রতিষ্ঠানটি মেট ১০ প্রো এর চেয়ে অনেকটা পরিবর্তন আনবে নতুন মেট ২০ প্রো স্মার্টফোনে। 

হুয়াওয়ে তাদের টিজারে ক্যামেরা ছাড়া আর কোনো স্পেসিফিকেশনের কোনো ইঙ্গিত দেয়নি। তবে বেশ কিছু গুজব ও ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, মেট ২০ প্রো স্মার্টফোনে থাকতে পারে ৬ দশমিক ৯ ইঞ্চি নচ ওলেড ডিসপ্লে, কিরিন ৯৮০ প্রসেসর ও ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।

তবে গত সপ্তাহে হুয়াওয়ে তাদের আরেক টিজারে ইঙ্গিত দিয়েচ্ছিল মেট ২০ প্রো ফোনে থাকতে পারে ৪২০০ এমএএইচ ব্যাটারি।