
সংখ্যায় রোনালদোর রিয়াল মাদ্রিদ অধ্যায়। ছবি: সংগৃহীত
সংখ্যায় রোনালদোর রিয়াল মাদ্রিদ অধ্যায়
আপডেট: ১১ জুলাই ২০১৮, ১১:৩০
(প্রিয়.কম) রাশিয়া বিশ্বকাপের আগে থেকেই গুঞ্জন উঠেছিল, রিয়াল মাদ্রিদ ছাড়ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড থেকে পর্তুগাল বিদায় নিতেই সেই গুঞ্জনের ডালপালা ছড়াতে থাকে। সর্বশেষ জানা যায়, রোনালদোর পরবর্তী গন্তব্য জুভেন্টাস! বেশ কয়েকদিন ধরেই আন্তর্জাতিক গণমাধ্যম সয়লাব ছিল এই খবর।
যদিও রিয়াল মাদ্রিদ সমর্থকরা একে গুঞ্জন হিসেবেই উড়িয়ে দিচ্ছিলেন। তবে ১০ জুলাই, মঙ্গলবার সব গুঞ্জনের অবসান ঘটিয়ে রোনালদোর ক্লাব ছাড়ার ঘোষণা দেয় রিয়াল মাদ্রিদ। ১০৫ মিলিয়ন ইউরোতে চার বছরের জন্য ইতালির শীর্ষ ক্লাব জুভেন্টাসের সঙ্গে চুক্তি হয়েছে রোনালদোর।
২০০৯ সালে ৯০ মিলিয়ন ইউরোতে ম্যানচেস্টার ইউনাইটডে ছেড়ে স্পেনে পাড়ি জমানো রোনালদো নয় বছর কাটিয়েছেন এই রিয়াল মাদ্রিদে। এই নয় বছরে স্প্যানিশ জায়ান্টদের দু হাত ভরে দিয়েছেন পর্তুগীজ যুবরাজ। চলুন একনজরে দেখে নেওয়া যাক রিয়ালের হয়ে রোনালদোর বর্ণিল ক্যারিয়ার।
৪৫০ - রিয়াল মাদ্রিদের হয়ে রেকর্ড ৪৫০টি গোল করেছেন রোনালদো।
৪৩৮ - রিয়াল মাদ্রিদের হয়ে ৪৩৮টি ম্যাচে মাঠে নেমেছেন তিনি।
৩১১ - লা লিগায় রোনালদোর মোট গোলের সংখ্যা ৩১১টি।
১০৫ - ক্লাবের হয়ে চ্যাম্পিয়নস লিগে রোনালদোর মোট গোলসংখ্যা ১০৫টি।
৬১ - এক মৌসুমে রোনালদোর সর্বোচ্চ গোল ৬১টি। ২০১৪-১৫ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এই পরিমাণ গোল করেন রোনালদো। এর মধ্যে লিগে ৪৮টি। এর আগে এক মৌসুমে ৬০ গোলও করেছিলেন তিনি।
৪৪ - রিয়াল মাদ্রিদের হয়ে মোট ৪৪টি হ্যাটট্রিক করেছেন রোনালদো।
১৭ - চ্যাম্পিয়নস লিগের এক (২০১৩-১৪) মৌসুমে রেকর্ড ১৭টি গোল করেন তিনি।
১৬ - ক্লাবের হয়ে মোট ১৬টি শিরোপা, এর মধ্যে ২টি ঘরোয়া কাপ, ২টি ঘরোয়া ও ৩টি ইউরোপিয়ান সুপার কাপ ও ৩টি ক্লাব বিশ্বকাপ।
৮ - রোনালদো এক ম্যাচে চার বা তার বেশি গোল করেছেন মোট আটবার। এর মধ্যে ২০১৪-১৫ মৌসুমে গ্রানাডা ও এসপানিওলের বিপক্ষে করেছিলেন পাঁচ গোল।
৮ - গ্রানাডার বিপক্ষে ৯-১ গোলে জেতা ম্যাচে নিজের হ্যাটট্রিক পেতে ঠিক ৮ মিনিট লেগেছিল।
৪ - সর্বমোট চারটি চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছেন রোনালদো, এর মধ্যে গত তিন মৌসুমে জিতেছেন টানা তিন শিরোপা।
৪ - রিয়াল মাদ্রিদে থাকাকালীন এই নয় বছরে চারটি ব্যালন ডি'অর জিতেছেন রোনালদো।
৩ - রিয়াল মাদ্রিদের ক্যারিয়ারে তিনবার ক্লাব ওয়ার্ল্ড কাপ জিতেছেন রোনালদো।
২ - এই নয় বছরে দুবার লা লিগা শিরোপা জিতেছেন রোনালদো, ২০১১-১২ ও ২০১৬-১৭ মৌসুমে। এ ছাড়া দুবার করে সুপার কোপা ও উয়েফা সুপার কাপও জিতেছেন রোনালদো।
১ - ৪৫০ গোল নিয়ে রিয়াল মাদ্রিদের ইতিহাসে শীর্ষ গোলদাতা রোনালদো। এর আগে ৩২৩ গোল নিয়ে এই তালিকায় শীর্ষে ছিলেন রাউল।
সূত্র: টেলিগ্রাফ/মার্কা
প্রিয় খেলা/গোরা