
পরীক্ষা দিলেন রোহিতসহ ভারতের কয়েকজন ক্রিকেটার, কে কেমন করলেন?
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৩:২৭
এশিয়া কাপের আগে ক্রিকেটারদের পরীক্ষা নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বোর্ডের নির্দেশনা মেনে বেঙ্গালুরুতে অবস্থিত সেন্টার অফ এক্সিলেন্সে গিয়ে ফিটনেস পরীক্ষা দিয়েছেন শুভমান গিল, জাসপ্রিত বুমরাহ-সহ বেশ কয়েকজন ক্রিকেটার। খেলার মধ্যে না থাকলেও রোহিত শর্মাকেও ফিটনেস পরীক্ষা দিতে বলেছিল বিসিসিআই। তিনিও বেঙ্গালুরুতে গিয়েছিলেন। সবার ফিটনেস পরীক্ষার ফল বেরিয়েছে।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, শুভমান, বুমরাহ, জিতেশ শর্মা, মোহাম্মদ সিরাজ, যশস্বী জয়সওয়াল, ওয়াশিংটন সুন্দর ও শার্দূল ঠাকুর ফিটনেস পরীক্ষায় পাশ করেছেন। যেকোনো বড় টুর্নামেন্টে খেলতে যাওয়ার আগে ফিটনেস টেস্ট পাশ করা বাধ্যতামূলক। যদি কোনো ক্রিকেটার খেলার মধ্যে থাকেন, সেক্ষেত্রে তাকে এই পরীক্ষায় বসতে হয় না।
- ট্যাগ:
- খেলা
- ভারতীয় ক্রিকেট
- ভারতীয় ক্রিকেটার