মাগুরা সরকারি বালিকা বিদ্যালয়ের ১১৫ বছর পূর্তি অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। ছবি: সংগৃহীত
মাগুরা সরকারি বালিকা বিদ্যালয়ের ১১৫ বছর পূর্তি অনুষ্ঠানের উদ্বোধন
আপডেট: ২১ এপ্রিল ২০১৮, ১৮:৫৭
(প্রিয়.কম) মাগুরা সরকারি বালিকা বিদ্যালয়ের ১১৫ বছর পূর্তি অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। এই প্রথমবারের মতো বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্রীদের উদ্যোগে প্রতিষ্ঠানটির ১১৫ বছর পূর্তি ও পুনর্মিলনীর আয়োজন করা হচ্ছে।
আগামী ২৫শে আগস্ট ১১৫ বছর পূর্তি উপলক্ষে নতুন ও প্রাক্তন ছাত্রীদের নিয়ে পুনর্মিলনীর উদ্যোগ নেয়া হয়েছে।
আজ (২১ এপ্রিল) পুনর্মিলনীর আনুষ্ঠানিক নিবন্ধন শুরু হয়েছে। সকালে স্কুল চত্বরে এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কক কুমার কুন্ডু, পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান, স্কুলের প্রধান শিক্ষিকা লিপিকা সরকার, উদযাপন কমিটির আহ্বায়ক কৃষ্ণা দে (অদিতি তৃষ্ণা),উপদেষ্টা কমিটির সদস্য এডভোকেট শহিনা আক্তার ডেলী, সদস্য সচিব লাবনী বিশ্বাস, এডভোকেট ওয়াজেদা বেগমসহ অন্যরা।
এক শতাব্দির বেশি সময় ধরে জেলায় নারী শিক্ষায় অনন্য অবদান রেখে চলেছে মাগুরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
প্রিয় সংবাদ/কামরুল