ছবি সংগৃহীত

হ্যাপির কিছু এক্সক্লুসিভ ছবি

priyo.com
লেখক
প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০১৫, ১১:০৭
আপডেট: ১৯ জানুয়ারি ২০১৫, ১১:০৭

(প্রিয়.কম) বেশ কিছুদিন ধরেই বাংলাদেশের তারকা ক্রিকেট খেলোয়াড় রুবেল হোসেন ও ঢলিউডের উঠতি অভিনেত্রী নাজনিন আখতার হ্যাপি সবার মুখে মুখে। সবাই ক্রিকেট খেলোয়াড় রুবেল হোসেনকে খুব ভালো ভাবে জানলেও হ্যাপিকে সেভাবে কেউ জানেনা। ২০১৩ সালে মোস্তাফিজুর রহমান মানিকের 'কিছু আশা কিছু ভালোবাসা' ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে হ্যাপীর। ইতিমধ্যে বেশ কয়েকটি বিজ্ঞাপন চিত্রেও কাজ করেছেন বাগেরহাটের এই মেয়ে। বর্তমানে তাদের গোটা পরিবার থাকেন রাজধানীর রূপনগরের আবাসিক এলাকার একটি বাড়িতে। দেখুন এই ঢলিউডের উঠতি অভিনেত্রীর কিছু এক্সক্লুসিভ ছবি। ১. happy1 ২. hap2 ৩. hap3 ৪. hap4 ৫. hap5 ৬. hap6