ছবি সংগৃহীত

হাদিসে রাসুল [সা.] নং- ১১৮৫ : আল্লাহর পথে একদিন সীমান্তে পাহারা দেওয়া, অন্যত্র হাজার দিন পাহারা দেওয়া অপেক্ষা উত্তম

priyo.Islam
লেখক
প্রকাশিত: ০৫ আগস্ট ২০১৪, ০৫:৫২
আপডেট: ০৫ আগস্ট ২০১৪, ০৫:৫২

আরবি হাদিস وَعَن عُثمَانَ رضي الله عنه، قَالَ: سَمِعْتُ رَسُول اللهِ، يَقُول: «رِبَاطُ يَوْمٍ في سَبيلِ اللهِ، خَيْرٌ مِنْ ألْفِ يَوْمٍ فِيمَا سِوَاهُ مِنَ المَنَازِلِ». رواه الترمذي، وقال: حديث حسن صحيح» বাংলা অনুবাদ উসমান ইবনে আফ্‌ফান রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এ কথা বলতে শুনেছি যে, “আল্লাহর পথে একদিন সীমান্তে পাহারা দেওয়া, অন্যত্র হাজার দিন পাহারা দেওয়া অপেক্ষা উত্তম।” [তিরমিযি ১৬৬৭, নাসায়ি ৩১৬৯, ৩১৭০, আহমদ ৪৪৪, ৪৭২, ৪৭৯, ৫৫৯, দারেমি ২৪২৪]