ছবি সংগৃহীত

স্ত্রী-সহবাসের আগে কোন দোআ পড়তে হয়!

মিরাজ রহমান
সাংবাদিক ও লেখক
প্রকাশিত: ১৬ আগস্ট ২০১৫, ০২:১৫
আপডেট: ১৬ আগস্ট ২০১৫, ০২:১৫

স্ত্রী-সহবাসের আগে এই দোআ পাঠ করতে হয়- আরবি দোআ «بِسْمِ اللَّهِ، اللَّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ، وَجَنِّبِ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا». বাংরা উচ্চারণ বিসমিল্লাহি আল্লা-হুম্মা জান্নিবনাশ্-শাইত্বানা ওয়া জান্নিবিশ্-শাইত্বানা মা রযাকতানা। বাংলা অর্থ আল্লাহ্‌র নামে। হে আল্লাহ! আপনি আমাদের থেকে শয়তানকে দূরে রাখুন এবং আমাদেরকে আপনি যে সন্তান দান করবেন তার থেকেও শয়তানকে দূরে রাখুন। [বুখারী ৬/১৪১, নং ১৪১; মুসলিম ২/১০২৮, নং ১৪৩৪।] গ্রন্থনা ও সম্পদনা : মাওলানা মিরাজ রহমান