ছবি সংগৃহীত

মামা দৌঁড়া, বাঘ আইলো! (ছবি)

priyo.com
লেখক
প্রকাশিত: ০৪ মার্চ ২০১৪, ১৪:২৪
আপডেট: ০৪ মার্চ ২০১৪, ১৪:২৪

বাংলাদেশ ক্রিকেট দলের সেরা পারফরম্যান্স এটি। দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড করেছে আজ টাইগাররা। টাইগারদের হুংকারে আজ কেঁপে উঠেছে পাকিস্তান ক্রিকেট দলের ভিত! কাঁপছে মিরপুরের গ্যালারি থেকে শুরু করে ফেসবুক পর্যন্ত। ফেসবুকের টাইমলাইনজুড়ে টাইগারদের গুণকীর্তন। সঙ্গে জয়ের আশ্বাস ভরা স্ট্যাটাস, ছবিসহ মজার মজার পোস্ট। ফেসবুক থেকে সংগৃহীত এমন কিছু ছবি প্রকাশ করা হলো। আরও ছবি পেলে সংযুক্ত হতে থাকবে।