ছবি সংগৃহীত

বিস্ময়কর তারা ঝলমলে সমুদ্রের ঢেউ! (দেখুন ছবিতে)

জুলকারনাইন মেহেদী
লেখক
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০১৪, ১১:২৪
আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০১৪, ১১:২৪

প্রচ্ছদের ছবিটি দেখে কি অবাক হচ্ছেন? মনে হচ্ছে না, আকাশ থেকে ঝলমলে তারাগুলো কিভাবে সমুদ্রের বালুকাবেলায় নেমে এলো? এটা কিন্তু ডিজনি কিংবা পিক্সারের কোন অ্যানিমেশন মুভির দৃশ্য নয়, বাস্তবেরই ছবি। ছবিগুলো তুলেছেন তাইওয়ানিজ ফটোগ্রাফার উইলিয়াম হো। প্রচ্ছদের ছবিগুলো মালদ্বীপ থেকে তোলা। (২) আসলে আকাশের তারা নয়, বরং এসমুদ্রের পানিতে রয়েছে আলোক বিচ্ছুরণকারী কিছু ফাইটোপ্ল্যাঙ্কটন। এদের বৈজ্ঞানিক নাম Lingulodinium polyedrum।

(৩) এ ফাইটোপ্ল্যাঙ্কটন কিংবা ক্ষুদ্র উদ্ভিদ কণাগুলো সাগরের স্রোতে ভেসে আসে সমুদ্রের তীরে...
(৪) যখন এরা সংখ্যায় অনেক বেশি হয়ে যায় তখন সমুদ্রের পানির রঙ বিবর্ণ কমলা-লাল বর্ণ ধারণ করে।
(৫) তবে সাবধান। এদের দেখতে অসাধারণ সুন্দর মনে হলেও এদের কিছু সদস্য কিন্তু খুবই বিষাক্ত।
(৬) দিনের বেলা বোঝা না গেলেও রাতের বেলা সমুদ্র তীর হয়ে ওঠে অপূর্ব সুন্দর।
(৭) আর তাই আকাশের তারাকে দূর থেকে দেখে যাদের সাধ মেটে না, তারা চলে আসতে পারেন সমুদ্রের এ তারার মেলা দেখতে।