ছবি সংগৃহীত

বিদ্যা সিনহা মিম যেভাবে উদযাপন করলেন মায়ের জন্মদিন (দেখুন ছবিতে)

Moriom Akhter Nila
লেখক
প্রকাশিত: ০৭ আগস্ট ২০১৪, ২০:০৮
আপডেট: ০৭ আগস্ট ২০১৪, ২০:০৮

(প্রিয়.কম) বিদ্যা সিনহা সাহা মিম বর্তমান সময়ের বিনোদন জগতের এক আলোচিত নাম। ছোটপর্দা বলুন আর বড়পর্দাই বলুন, দুই দিকেই রয়েছে এই তারকার সমান পদচারণা। আর নবীন এই তারকাকে কৌতূহলের যেন শেষ নেই। তবে ভক্তদের যে কেবল তারকাকে ঘিরেই কৌতূহল তা কিন্তু নয়, এই তারকার সাথে সম্পৃক্ত সকল বিষয়েই যেন ভক্তদের অনেক বেশী আগ্রহ। খুব সম্প্রতি বিদ্যা সিনহা মিম তার ফেসবুক পেজে মায়ের জন্মদিন উদযাপনের বেশ কিছু ছবি আপলোড করেন। চলুন তবে দেখে নেয়া যাক মায়ের জন্মদিনে পরিবারের সাথে বিদ্যার কয়েকটি অসাধারণ ছবি।

কেক কাটার আগ মুহূর্তে বিদ্যা সিনহা মিম এবং ছোট বোন দাঁড়িয়ে গেলেন মার সাথে ছবি তুলতে। তবে সেখানে বাবা অনুপস্থিত।
প্রথম ছবিটিতে বাবা না থাকলেও কেক কাটার মুহূর্তটিতে ঠিকই উপস্থিত বাবা।
দেখুন মিম কেকের একটি টুকরো তুলে দিচ্ছেন তার মার মুখে। পাশে বাবা ও বোনতো আছেই।
গত ৬ আগস্ট মার জন্মদিন উদযাপনের সহায়ক হিসেবে ছিল অ্যানিমেটেড সিনেমা ‘ম্যালফিসেন্ট'। সারা দিন মার সাথে আনন্দ করে কাটানোর পর ফেসবুকে মিম স্ট্যাটাস দেন, “Happy birthday Maa.. Had an awesome day..Maleficent is a really great movie..now having a blasting meal.”
দেখুন গাড়িতে দুই বোনের কয়েকটি মজার সেলফি।