
ছবি সংগৃহীত
ফ্যাশনে খোঁপার কাঁটা
আপডেট: ১৬ এপ্রিল ২০১৩, ০৬:৩৯
এই বৈশাখে গরম পরেছে ভালই । তীব্র গরমে লম্বা চুল খুলে রাখার ফ্যাশনটা আর চলছে না । এই সময়ে পিঠ ছাপানো চুলের জন্য গরমও বেশী অনুভূত হয় ।গরমে লম্বা চুলগুলো খুলে না রেখে তরুণীরা আজকাল কাঁটা বেঁধে রাখছেন খোঁপায় । খোঁপা করে চুল বাঁধার ফ্যাশন এখন বেশ চলছে । আর সে খোঁপার শোভা বাড়াতে তাতে গুঁজে দিচ্ছেন বাহারি সব কাঁটা । তাই মেয়েরা এখন চুল গুলো বেঁধে ফেলছে খোঁপার বাঁধনে । সেই খোপাও এক হারা গড়নের হাত খোপা নয় বরং খানিকটা স্টাইলিশ ভাবে কাঁটা দিয়ে বাঁধা । যে যার মনের মতো করে ব্যবহার করছেন এসব কাঁটা । মায়ের খোঁপায় রূপার কাঁটা এমনটা দেখে বড় হলেও এখনকার মেয়েদের সেরকম খোপা বেঁধে আবার কাঁটা পরার সময় কই? তাইতো এখন চুলের কাটায় রুপার কাঁটার পরিবর্তে এসেছে হাজারটা উপকরণ । মায়েরা পরতেন বিশাল খোঁপায় রুপার কাঁটা । তাতে রাবিন্দ্রিক ভাবধারা ছিল পুরো মাত্রায় আর এখনকার মেয়েরা খানিকটা চুল উপরে তুলে দিয়ে পরছে কাঠ , প্লাস্টিক ,মেটালের কাঁটা । পুরোপুরি খোঁপা না হলেও চুল বাঁধা থাকছে ফ্রেঞ্চ নটে । এসময়ের কাঁটা গুলোয় খানিকটা দূরপ্রাচ্যের যেমন চীন , জাপানের প্রভাব স্পষ্ট । কাঠের কাঁটায় ঘুড়ি, প্রজাপতি , ফুল , তারা , পুতি, মেটালের নানা ধরণের নকশা করে ডিজাইন করা হয়। রুপার কাঁটা যে কেউ পরছে না তা নয় । বরং বাহারি সব ডিজাইন এর রুপার কাঁটাও চলছে বেশ । রূপার কাঁটায় চলছে মিনা করা , পাথর বসানো ইত্যাদি ডিজাইন । এসময়ে আবার সোনার প্রলেপ দেয়া রুপার কাঁটারও বেশ জনপ্রিয়তা সৃষ্টি হয়েছে । অনেক সময় রুপার কাঁটায় কানের দুলের সঙ্গে টানাও থাকে । এধরনের নকশার কাঁটা অনেক জাকজমক পূর্ণ অনুষ্ঠানে ব্যাবহার করলেই বেশী ভালো লাগবে । অনেক বড় খোপা অথবা লম্বা বেণি করে বেণির গোঁড়ায় এরকম নকশা করা কাঁটা পরলে সুন্দর দেখায় । ধাতব এবং পাথর বসানো চুলের কাঁটা কাতান শারির সঙ্গে মিলিয়ে খোঁপায় পরলে চমৎকার দেখায় । আর কাঠের ,কঁড়ি , পুতির নকশাদার কাঁটা প্রতিদিনের পোশাকের সাথে ভালো মানায় । সব ধরণের শপিং মলে প্লাস্টিকের কাঁটা পাওয়া যায় আর বিভিন্ন ধরণের ফ্যাশন হাউজে পাওয়া যায় কাঠ,মেটাল এমনকি রুপার কাঁটা ।সাধারণ প্লাস্টিকের বা কাঠের কাঁটা পাওয়া যায় ৫০ থেকে ৩০০ টাকার মধ্যে আর রুপার কাঁটার দাম একটু বেশী, রুপার কাঁটার দাম অন্তত ৪০০ টাকা থেকে শুরু হয় । রুপার কাঁটা চাঁদনী চক,পুরাণ ঢাকার শাঁখারি বাজার , বসুন্ধরা শপিং কমপ্লেক্স বা অন্য কোন মার্কেটে অর্ডার করে তৈরি করিয়ে নিতে পারেন । ফ্যাশন ও আরাম দুটোর জন্য খোঁপার কাঁটা ফ্যাশনের এখন চলতি ধারা ।