ছবি সংগৃহীত

নায়িকা বনশ্রীকে আর্থিক সহায়তা করলেন অনন্ত জলিল

প্রিয় লাইফ
লেখক
প্রকাশিত: ১০ জানুয়ারি ২০১৪, ০৬:৩২
আপডেট: ১০ জানুয়ারি ২০১৪, ০৬:৩২

গত বছরের সেপ্টেম্বরে বেশ কয়েকটি অনলাইন নিউজ পোর্টাল এবং দৈনিক পত্রিকায় এক সময়কার সাড়া জাগানো নায়িকা বনশ্রীকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। সাবেক অভিনেত্রী বনশ্রীর বর্তমান হকার জীবনের দুঃখ-দুর্দশার কথা ফলাও করে তুলে ধরা হলেও কেউ বাড়িয়ে দেননি সাহায্যের হাত। পুরো ব্যাপারটি যখন আড়ালে চলে গিয়েছিল,তখনই এগিয়ে এলেন নায়ক অনন্ত জলিল। গতকাল তাঁর পক্ষ হতে নায়িকা বনশ্রীকে প্রদান করা হয় আর্থিক সাহায্য। সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, চিত্রনায়িকা বনশ্রী রাজধানীর ফুটপাতে হেঁটে হেঁটে কিংবা চলন্ত বাসে ঘুরে ঘুরে যাত্রীদের কাছে নামাজ শিক্ষার বই বিক্রি করে দিন যাপন করছেন।

প্রতিবদেনটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সাড়া পড়ে যায়। অনেকেই তখন বাংলা চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্টদের উপর ক্ষোভ প্রকাশ করেন। কিন্তু সবকিছুই প্রায় পন্ডশ্রমে পরিণত হচ্ছিল। কারণ বনশ্রীর এই দুর্দশার কথা শুনে চলচ্চিত্র অঙ্গনের কেউই তখন কোনো ধরণের সাহায্য নিয়ে এগিয়ে আসেননি। কিন্তু র্দীঘ চার মাস আগে প্রকাশিত সংবাদটি যখন আড়ালে চলে যাচ্ছিলো ঠিক তখনই এগিয়ে আসেন নায়ক অনন্ত জলিল। গতকাল সকালে চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিলের পক্ষ থেকে এক সময়ের আলোচিত চিত্রনায়িকা বনশ্রী’র হাতে আর্থিক সাহায্য তুলে দেয়া হয়। উল্লেখ্য, নব্বই দশকের চলচ্চিত্র ‘সোহরাব রুস্তম’-এর কথা নিশ্চয়ই মনে আছে অনেকের। সেই ছবিতে নায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন ইলিয়াস কাঞ্চন। আর সেখানে ইলিয়াস কাঞ্চনের বিপরীতে নায়িকার চরিত্রে যিনি অভিনয় করেছিলেন তিনিই বনশ্রী। মুক্তি-পরবর্তী ছবিটি ব্যাপক ব্যবসাসফলও হয়েছিল। ছবির নায়িকা বনশ্রীও রাতারাতি তারকা বনে গিয়েছিলেন। দামি গাড়িতে ভ্রমণ, বিলাসবহুল ফ্ল্যাটে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষেই কেটেছে বনশ্রীর সেই দিনগুলো।
সেই তারকা নায়িকা বনশ্রী আজ ঢাকার রাজপথের ফুটপাতে হেঁটে হেঁটে এবং বাসযাত্রীদের কাছে নামাজ শিক্ষার বই বিক্রি করেই দিন যাপন করছেন! এক সময়ের বিতর্কিত প্রযোজক ফারুক ঠাকুর বনশ্রীকে নিয়ে নির্মাণ করেছিলেন ‘সোহরাব-রুস্তম’ ছবিটি। তখন বনশ্রী ফারুক ঠাকুরের বিবাহিত স্ত্রী ছিলেন বলেও গুঞ্জন ছিল। ফারুক ঠাকুর চেয়েছিলেন বনশ্রী হবে এদেশের প্রথম সারির একজন নায়িকা। এজন্য তিনি বনশ্রীর জন্য ছবিতে বিনিয়োগও করেছিলেন। সোহরাব-রুস্তমের পর বনশ্রী অভিনীত ‘নেশা’ ও ‘মহাভূমিকম্প’ নামের আরও দুটি ছবি মুক্তি পেয়েছিল। শুটিং শুরু হয়েছিল ‘প্রেম বিসর্জন’, ‘নিষ্ঠুর দুনিয়া’ ও ‘ভাগ্যের পরিহাস’ ছবির। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে বনশ্রী আজ তিন বছরের শিশু সন্তানকে নিয়ে হকারি করে দিনযাপন করছেন।