ছবি সংগৃহীত

নবজাতক শিশুদের নিয়ে একটি চমৎকার সৃজনশীল ফটোশুট (দেখুন ছবিতে)

Fatema Khatun
লেখক
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০১৪, ০৯:১৯
আপডেট: ৩১ অক্টোবর ২০১৪, ০৯:১৯

(প্রিয়.কম) - পৃথিবীতে সবচেয়ে বেশি সুন্দর ও নিষ্পাপ যদি কিছু থেকে থাকে তা হল নবজাতক শিশু। একটি পরিবারে অনেক আনন্দ, ভালোবাসা বয়ে আনে শিশুরা। জন্মের প্রথম দিনটি থেকে শুরু করে আস্তে আস্তে সে যেভাবে বেড়ে উঠে ,তার পরিবারের জন্য তা অত্যন্ত আনন্দদায়ক। এবং তাই এই অানন্দময় মুহূর্তগুলো ধরে রাখতে বিদেশী ফটোগ্রাফার জোয়ান কলিন্স ৫ থেকে ১৫ দিন বয়স�� বাচ্চাদের নিয়ে একটি বিশেষ ফটোশুট করেছেন। তিনি ব্যক্তিগত ভাবে শুধুমাত্র শিশুদের ছবি তুলে থাকেন। এবং জোয়ান কলিন্স আরও বলেছেন, বাচ্চাদের ছবি সবচেয়ে বেশি সুন্দর তখনই আসে যখন সে ঘুমিয়ে থাকে। চলুন তাহলে দেখে নিই ছবি গুলো।

ছোট্ট শিশুদের চাইতে পৃথিবীতে অন্য কোন কিছু সুন্দর হতেই পারেনা। দেখুন কি নিষ্পাপ, এত আদুরে ভাবে ঘুমাচ্ছে সে।
বাচ্চাটির মাথার কিউট হেয়ার ব্যান্ড দেখেই বোঝা যাচ্ছে যে এই বাবুটি মেয়ে। দেখুন কি সুন্দর লাগছে তাকে।
অনেকেই নিশ্চয়ই দেখেছেন বাচ্চারা যখন ঘুমিয়ে থাকে, তখন তারা মাঝে মাঝেই স্বপ্ন দেখে একা একা হাসতে থাকে। ছবির এই বাচ্চাটিও মনে হয় ঘুমের মাঝে সুন্দর কোন স্বপ্ন দেখেই হাসছিল। তখনই ক্যামেরাবন্দী করলেন জোয়ান কলিন্স এই অসাধারন মুহূর্তটিকে।
ছবির এই বাবুটিকে দেখে মনে হচ্ছে সে মহাবিরক্ত। ঘুমাতে চায়নি, কিন্তু মা তাকে জোর করে ঘুম পারিয়ে দিয়েছে।
এই ছবিটিতে দেখুন। তারা যমজ বাচ্চা। ছবিটি দেখে তো আর বোঝা যাচ্ছেনা তারা ছেলে নাকি মেয়ে। তবে যেটাই হোক, যমজ বাচ্চারা দেখতে সবসময়ই খুব আদুরে হয়।
ছবির এই বাচ্চা দুটিও যমজ। দেখুন ছোট্ট একটি ঝুড়ির মধ্যে দুজনকে শীতের কাপড় পরিয়ে ঘুম পারিয়ে দেয়া হয়েছে। তারাও এই ছোট্ট জায়গাটিতেই আরাম করে ঘুমাচ্ছে।