যার অপেক্ষায় বাংলাদেশ, তিনি ফিরছেন: তারেককে নিয়ে আমীর খসরু
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ‘গণতন্ত্রের টর্চ বেয়ারার’ অভিহিতি করে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যার অপেক্ষায় বাংলাদেশ চেয়ে আছে, তিনি দেশে ফিরে আসছেন।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “গণতন্ত্রের টর্চ বেয়ারার জনাব তারেক রহমান ২৫ তারিখে বাংলাদেশে ইনশাল্লাহ ফিরে আসবেন... এটা আমাদের আনন্দের সংবাদ।”
শনিবার সকালে ফার্ম গেইটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির উদ্যোগে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক অনুষ্ঠানে কথা বলছিলেন আমীর খসরু।
আমীর খসরু বলেন, ‘‘বিএনপির দেশ গড়ার, আগামীর দেশ গড়ার যে প্রত্যায়, যে রূপরেখা, যে স্বপ্ন আমাদের নেতা তারেক রহমান সাহেব নিয়েছেন সেটার অংশ হিসেবে আজকের এই দেশ গড়ার কর্মসূচি। আমরা সবাই বেশি আনন্দিত যে, আগামী ২৫ তারিখে বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় নেতা যার অপেক্ষায় বাংলাদেশ, যার আগমনে বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনে গণতন্ত্র, গণতান্ত্রিক অর্ডার ফিরে আনার যে সংগ্রাম বিগত বছরগুলোতে আমরা করেছি।
“যার নেতৃত্বে জাতিকে ঐক্যবদ্ধভাবে সেই আন্দোলনে আমরা সফল হয়েছি সেই আন্দোলনের নায়ক, গণতন্ত্রের টর্চ বেয়ারার জনাব তারিখ বাংলাদেশে ইনশাল্লাহ ফিরে আসবেন।”
গেল ১৭ বছর ধরে লন্ডনে পরিবার নিয়ে বসবাস করা তারেকের দেশে ফেরার খবর আসে শুক্রবার রাতে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে আসবেন।