
ছবি সংগৃহীত
তেলাপোকার যন্ত্রণা হতে মুক্তি পেতে!
প্রকাশিত: ২৯ আগস্ট ২০১৩, ০৫:৫৩
আপডেট: ২৯ আগস্ট ২০১৩, ০৫:৫৩
আপডেট: ২৯ আগস্ট ২০১৩, ০৫:৫৩
‘অতিকায় হস্তি লোপ পাইয়াছে , কিন্তু তেলাপোকা টিকিয়া আছে’ কথাটি কিন্তু মিথ্যা নয়। প্রায় ৫ কোটি বছরেরও বেশি সময় ধরে তেলাপোকার অস্তিত্ব পৃথিবী জুড়ে। তেলাপোকার বাস হলো ময়লা আবর্জনা ও অন্ধকারে। আমাদের দেশে যে প্রজাতির তেলাপোকা সব চাইতে বেশি দেখা যায় তা হলো Periplaneta americana, এটি প্রায় ৩ সেন্টিমিটার লম্বা ও খয়েরি বর্ণের। তেলাপোকা Arthopoda পর্বের একটি আদর্শ উদাহরণ। তেলাপোকা একটি নিশাচর প্রাণী। এরা উদ্ভিদ ও প্রাণিজ দুই ধরণের খাবারই গ্রহণ করে। তেলাপোকা যখন কোনো খাবারের ওপর বসে, তখন তেলাপোকার পা ও শরীর থেকে খাবারে অসংখ্য জীবাণু লেগে যায়। তেলাপোকার এই অসহ্যকর যন্ত্রণা থেকে মুক্তি পেতে কিছু সমাধান দেখে নিন এক নজরে।
তেলাপোকা মারার উপায়
- বাজারে তেলাপোকা মারার এক ধরণের চক পাওয়া যায়। রাতের বেলা চক দিয়ে পুরো ঘরে্র মেঝেতে ও দেয়ালে দাগ কেটে রাখুন। সকালে উঠে দেখবেন অনেক তেলাপোকা মরে পড়ে আছে। টাইলসের বাসার মেঝে পিচ্ছিল বলে দাগ কাটতে সমস্যা হয়। এই ক্ষেত্রে টাইলসের জোড়া গুলোতে দাগ কেটে দিতে পারেন।
- বিভিন্ন রকম তেলাপোকা মারার স্প্রে কিনতে পাওয়া যায়। এগুলো রাতে রান্না ঘরের দেয়ালে, মেঝেতে ও অন্যান্য তেলাপোকার বসতিতে স্প্রে করে দিন। আস্তে আস্তে তেলাপোকার উৎপাত কমে আসবে।
- বোরিক পাউডার, ময়দা ও চিনি সমপরিমানে মিশিয়ে সামান্য পানি দিয়ে মেখে তেলাপোকার খাবার তৈরি করুন। যে সব জায়গায় তেলাপোকার উপদ্রব বেশি সেসব জায়গায় গোল গোল করে দিয়ে রাখুন। ২/৩ দিন পর তেলাপোকা মরতে শুরু করবে।
- বোরিক পাউডার ১/৪ কাপ, কোকো পাউডার ১/৪ কাপ ও ময়দা ১/২ কাপ পরিমানে মিশিয়ে তেলাপোকা যেসব স্থানে যন্ত্রনা করে সেখানে ছিটিয়ে দিতে হবে।

মনে রাখা জরুরী
- রাতের খাবারের পর প্লেট, বাটি, হাঁড়ি, কড়াই সব ধুয়ে ফেলুন। খাবারের উচ্ছিষ্ট লেগে থাকলে তেলাপোকার আনাগোনা হবে।
- ফ্রিজের বাইরে রাখলে ঢেকে রাখুন ভালো করে অথবা প্লাস্টিকের বাক্সে মুখ ভালো করে বন্ধ করে রাখুন।
- রান্নাঘরের মেঝে ও বেসিন পরিষ্কার রাখতে হবে। টাইলস ক্লিনার দিয়ে রান্নাঘর মুছবেন প্রতিদিন। তাহলে জীবাণু মুক্ত থাকবে।
- রান্নাঘরের ময়লার বালতির ঢাকনা খোলা রাখবেন না। সম্ভব হলে বাড়ির বাইরে রাখুন ময়লা ফেলার বালতি।
- প্রতি সপ্তাহেই আলমারী, টেবিলের ড্রয়ার, বুকসেলফ, কাগজের বাক্স ইত্যাদি খেয়াল করুন তেলাপোকা হচ্ছে কিনা। তেলাপোকা হলে ন্যাপথালিন দিয়ে রাখুন তেলাপোকা আসবে না।
- বাথরুমের পানি বের হয়ে যাওয়ার গর্ত দিয়ে অনেক সময় তেলাপোকা উঠে। এই এই ক্ষেত্রে সপ্তাহে অন্তত ৩ দিন ফুটন্ত গরম পানি ঢালুন গর্ত দিয়ে।
- ট্যাগ:
- ঘরদোর
- লাইফ
- তেলাপোকা নিধন
৩৬ মিনিট আগে
৩৮ মিনিট আগে
৩ ঘণ্টা, ১৪ মিনিট আগে
২০ ঘণ্টা, ৫২ মিনিট আগে