ছবি সংগৃহীত

ঢাকার সেরা ৬ বিদেশী আইসক্রিম পার্লার

প্রিয় লাইফ
লেখক
প্রকাশিত: ০৫ আগস্ট ২০১৫, ১১:৫৩
আপডেট: ০৫ আগস্ট ২০১৫, ১১:৫৩

(প্রিয়.কম) আইসক্রিমের নাম শুনলেই জিবে পানি চলে আসে! নানা স্বাদে, নানা ফ্লেভারে পাওয়া যায় মজাদার এই আইসক্রিম। ঘরে পাশের দোকান থেকে তো অনেক খাওয়া হলো। এইবার একটু স্বাদ পরিবর্তন করুন। বিশ্ব বিখ্যাত আইসক্রিম খাওয়ার জন্য এখন আর আপনাকে বিদেশ যেতে হবে না। বাংলাদেশেই পাবেন বিদেশী সব ব্রান্ডের মজাদার সব আইসক্রিম। আজ আপনাদের পরিচয় করিয়ে দেই তেমনই কিছু আইসক্রিম পার্লারের সাথে।

১। নিউজিল্যান্ড ন্যাচারাল বাংলাদেশ (New Zealand Natural Bangladesh)

বাংলাদেশে বসে নিউজিল্যান্ডের আইসক্রিম খেতে চাইলে চলে যেতে পারেন বিশ্ব বিখ্যাত ব্যান্ড নিউজিল্যান্ড ন্যাচারাল বাংলাদেশে। নিউজিল্যান্ড হতে আমদানিকৃত ফ্রেশ আইসক্রিম পাওয়া যায় এখানে। আইসক্রিম ছাড়ও এখানে পাওয়া যায় বিভিন্ন শেক, ব্রাউনি, স্মুদি, চিলোস, কফি, রোল,প্যাটিস ইত্যাদি। এছাড়া তাদের ওয়েডিং প্যাকেজ ২০,০০০ টাকা থেকে শুরু। বনানীতে আউটলেট পাবেন।

২। মুভ এন পিক (Moven pick)

সুজারল্যান্ডের নামকরা ব্র্যান্ড মুভ এন পিকের আইসক্রিম বাংলাদেশে পাওয়া যায়। বেশ কিছু বছর যাবত। দারুন সব মজাদার ফ্লেভারের আইসক্রিম পাওয়া যায় এখানে। এখানকার ইন্টেরিওর আকর্ষণ করবে আপনাকে। ধানমণ্ডি, গুলশানে ওদের আউটলেট আছে। এছাআও অনেক রেস্তরাঁতে বিক্রি হয় এই আইসক্রিমটি।

৩। ক্রিম অ্যান্ড ফাজ ফ্যাক্টরী (Cream & fudge factory)

ধানমন্ডির জনপ্রিয় আইসক্রিম পার্লারগুলোর মধ্যে অন্যতম হল ক্রিম অ্যান্ড ফাজ ফ্যাক্টরী। আইস্ক্রিমের সাথে সাথে তাদের মিল্কশেক, জুস, কফি সবই মজাদার। ক্রিম এন্ড ফাজ ফ্যাক্ট্ররীতে এখন চলছে আনলিমিডে অফার। ৬৯৫ টাকা খেতে পারেন ইচ্ছামত আইসক্রিম, কফি, জুস, মিল্কশেক। ধানমন্ডি, গুলাশান, যমুনা ফিউচার পার্ক সহ সবগুলো আউটলেটে তাদের এই অফার চলবে।

৪। ক্লাব জেলাটো (Club Gelato)

বনানী, গুলশান, ধানমন্ডিতে পাবেন এই ক্লাব জেলাটোর দেখা। বিভিন্ন স্বাদের আইসক্রিমের সাথে সাথে এখানে পাবেন ভিন্ন ধরণের সান্ডে, মুস ও পেস্ট্রি। মজার সব বার্থডে কেকও পাবেন এখানে।

৫। মি অ্যামোর (Mi amore)

প্রিয় মানুষটিকে নিয়ে খেতে যেতে পারেন “আমার ভালবাসা” আইসক্রিম পার্লারে। মি অ্যামোর অর্থ আমার ভালোবাসা। ইগলু যাদের পছন্দ তাদের মি অ্যামোরের আইসক্রিম ভাল লাগবে। গুলশানে ওদের আউটলেট রয়েছে। ধানমণ্ডিতেও আছে।

৬। অ্যান্ডারসন আইসক্রিম ( Anderson's Ice Creams)

পরিবার নিয়ে সময় কাটানোর সাথে সাথে আইসক্রিমের স্বাদ নেওয়ার জন্য দারুন একটি জায়গা।এখানে বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা থাকায় বাচ্চাদের নিয়ে ঘুরে আসতে পারেন অ্যান্ডারসন আইসক্রিম পার্লারে। গুলশান ১ এর আউটলেট। ফটো রেফারেন্সঃ wisegeek.com