ছবি সংগৃহীত
চশমাতেও রূপসী যে বলিউড নায়িকারা! (দেখুন ছবিতে)
প্রকাশিত: ২৭ মার্চ ২০১৪, ১৭:০৮
আপডেট: ২৭ মার্চ ২০১৪, ১৭:০৮
আপডেট: ২৭ মার্চ ২০১৪, ১৭:০৮
বলিউডের নায়িকা মানেই আমরা ভেবে নেই গ্ল্যামারাস আর আবেদনময় সৌন্দর্য। কিন্তু জনপ্রিয় কিছু বলিউডের সিনেমার নায়িকাদের "লুকঃ ছিলো একেবারেই আলাদা। ঠিক যেন পাশের বাড়ির পড়ুয়া মেয়েটির মতই সাজ-পোশাকে সাজানো হয়েছিলো তাদেরকে। আর সেই সঙ্গে চোখের জুড়ে দেয়া হয়েছিলো একটি বড়সড় চশমা। কিন্তু তার পরেই তাদের সৌন্দর্য কমেনি একটুও। বরং সেই চরিত্রগুলো এখনো দর্শকের মনে দাগ কেটে আছে। দেখে নিন বলিউডের কিছু সিনেমার চশমা পরা নায়িকাদেরকে।
দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে তে কাজল
দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে সিনেমার কথা মনে আছে? ট্রেইনে বই পড়তে থাকা সাদা সিধে মেয়েটির চোখে ছিলো বেশ বড় একটি চশমা। বেশ মানিয়ে গিয়েছিলো কাজলকে চশমাটি।
কাল হোনা হো তে প্রীতি জিনতা
কাল হোনা হোতে বেশ মন মরা চশমা পড়া সাধারণ একটি মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন প্রীতি জিনতা। শাহরুখ খান সিনেমার একটি দৃশ্যে প্রীতিকে ডেকেই বসলেন 'চাশমিশ' বলে। ব্যাস, এরপর থেকে 'চাশমিশ' শব্দটিই প্রচলিত হয়ে গেলো সবার মুখে মুখে।
থ্রি ইডিয়টসে কারিনা
থ্রি ইডিয়টসে কারিনার চরিত্রটির কথা মনে আছে? বেশ ভালোই মানিয়ে গিয়েছিলো তাকে চশমা পরা লুকটি।আজব প্রেম কি গজব কাহানি এর ক্যাটরিনা
ক্যাটরিনা কাইফকে ভক্তরা সব সময়েই গ্ল্যামারাস লুকে দেখে অভ্যস্ত হলেও আজব প্রেম কি গজব কাহিনি সিনেমাটিতে ক্যাটরিনা কে দেয়া হয়েছিলো 'বইয়ের পোকা' ধরণের লুক। তবে চশমার সাথে বেশ মানিয়ে গিয়েছে তার চেহারা।
বেওয়াকুফিয়া ও আই হেট লাভ স্টোরিতে সোনম কাপুর
আই হেট লাভ স্টোরি ও বেওয়াকুফিয়া দুটি সিনেমাতেই মর্ডান কর্মজীবি নারীর চরিত্রে বেশ বড় একটি চশমা পরেছিলেন সোনম কাপুর। তবে তাকে একটুও বেমানান লাগেনি চশমায়। বরং বড় এই চশমাটি তার স্টাইলে যোগ করেছে নতুন মাত্রা।
ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানিতে দীপিকা
ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি সিনেমাটিতে দীপিকা বেশ পড়ুয়া মেডিক্যাল স্টুডেন্ট এর চরিত্রে অভিনয় করেছিলেন। আর তাই চরিত্রের খাতিরে সিনেমার বেশ অনেকটাতেই তিনি বড় একটি চশমা পরেছিলেন। তাকে চশমাতে বেশ মানিয়ে গিয়েছে সিনেমাটিতে।
বিডি নিউজ ২৪
| নলছিটি
১ ঘণ্টা, ২২ মিনিট আগে
জাগো নিউজ ২৪
| সংক্রামক ব্যাধি হাসপাতাল, মহাখালী
১ ঘণ্টা, ২৩ মিনিট আগে
১ ঘণ্টা, ২৪ মিনিট আগে
১ ঘণ্টা, ২৫ মিনিট আগে
১ ঘণ্টা, ২৬ মিনিট আগে
৪ ঘণ্টা, ৩৫ মিনিট আগে
১৯ ঘণ্টা, ২ মিনিট আগে
২১ ঘণ্টা, ২৫ মিনিট আগে