ছবি সংগৃহীত

গাছের উপর অপূর্ব সব বাড়ি (দেখুন ছবিতে)

mahadi
লেখক
প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০১৫, ১১:৫৯
আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০১৫, ১১:৫৯

(প্রিয়.কম) ছোট থেকেই গাছের উপর বাড়ি বানানোর স্বপ্ন দেখে অনেকে। বড় হওয়ার সঙ্গে সঙ্গে বিলীন হতে থাকে সে স্বপ্ন। বেশিরভাগ মানুষেরই তা আর পূরণ হয় না। তবে স্বপ্ন পূরণের জন্য এক অভিনব পদ্ধতি নিয়ে এলো জাপান। দেশটির মমোফুকু আন্ডো সেন্টার এর চারপাশের অরণ্যে এরকম ৭৮টি বাড়ি তৈরি করেছে দেশটির ডিজাইন ফার্ম নেন্ডো। বাড়িগুলোর নাম দেয়া হয়েছে বার্ডহাউস অর্থাৎ পাখির ঘর। বাড়িগুলোতে বসবাস করা না গেলেও এখান বসে আপনি দেখতে পারবেন অরন্যের সৌন্দর্য। tree house 1 দারুবৃক্ষ দিয়ে এই সিলিন্ডার আকৃতির বাড়িটি তৈরি করেছেন স্থপতি নোবাকু ফুরুয়া। বাড়িটির নাম ইউ-আন (Yu-An)। tree house 2 চিজ হাউস নামের এই বাড়িটিতে ওঠার জন্য একটি সিঁড়িও রয়েছে যার উপরিভাগ একটি কাটা চামচের মতো। tree house 3 অমুরাস্কি নামের এই বাড়িটি তৈরি করেছে কানিকাপিলা, দেখলে মনে হবে এটা যেন কোনো বেলুনের নিচের অংশ। tree house 4 ডিজাইন ফার্ম এনার্জি মিট মাকরশার জালের করে এই বাড়িটি তৈরি করেছে।