
ছবি সংগৃহীত
আলতা রাঙা পায়ে
আপডেট: ১৩ এপ্রিল ২০১৩, ২২:১৩
হাত সাজাতে মেহেদি তো পরে ফেলেছেন, কিন্তু পায়ের জন্য কি? আবার অনেকেই সময় করে উঠতে পারেননি মেহেদি পরবার মতন। তবে কি বছরের প্রথম দিনটিতে রঙহীন থাকবে আপনার সুন্দর আঙ্গুল গুলো? মোটেও না! বরং হাত আর পা যুগল রাঙিয়ে তুলতে পারেন আলতার জাদুকরী লাল রঙে। সৌন্দর্য তো আছেই, সাথে আছে শতভাগ বাঙ্গালিয়ানা। পহেলা বৈশাখ তথা বাঙালি নারীর সাজের সাথে আলতার একটা নিবীড় সম্পর্ক আছে । আলতা হাতে কিংবা পায়ে লাগানো যায় মনের মতোন করে, একদমই কঠিন নয় এর ব্যবহার। নতুন বছরের নতুন দিনটা আলতার রঙে আরো বেশী রঙিন করে তুলতে পারেন মাত্র কয়েক মিনিটেই। কিশোরী থেকে রমণী- মানিয়ে যায় সব বয়সের সাথেই। লাল পাড়ের শাড়ীর সাথে লাল টিপ আর পায়ে-হাতে যখন থাকবে আলতার নকশা... এ যেন শতভাগ বাংলার নারীর শাশ্বত সৌন্দর্য। প্রশংসা তো অবশ্যই মিলবে, সাথে মিলবে সকলের মাঝে অন্য রকম হয়ে উঠবার আনন্দ। আসুন জেনে নেই আলতা পরার কিছু নিয়মাবলী- ১ ) প্রথমে হাত এবং পা ভালো করে ধুয়ে শুকিয়ে মুছে নিন । ২) আলতার শিশির সাথে একটা ব্রাশ থাকে , চাইলে আপনি সেই ব্রাশ ব্যাবহার করে আলতা পরতে পারেন। অথবা আপনি যদি চিকন করে ডিজাইন করতে চান তাহলে আলাদা তুলি বাজার থেকে কিনে নিতে পারেন । ৩) হাতের কাছে রাখুন প্রচুর পরিমাণে টিস্যু,অথবা একটি পুরানো সুতী কাপড়ের টুকরা। কেননা যখন তখন আলতা ছড়িয়ে যেতে পারে। ৪) আলতা দেয়ার পর হাত পা ভালো করে শুকিয়ে নিন। তারপর শুকিয়ে যাওয়া আলতার ডিজাইন গুলোর উপরে আবার টিস্যু চেপে চেপে বাড়তি রঙ উঠিয়ে নিন । এতে করে শাড়ীতে বা সালওয়ারে আলতার রঙ লাগবে না। ৫) তুলি না থাকলে কটন বাড ব্যবহার করতে পারেন। ৬) হাতে পায়ে আলতা পরলে অবশ্যই পরবেন লাল টিপ আর চুড়ি। ৭) যাদের হাত খুব ঘামে তারা হাতে আলতা না পরাই ভালো। ঘেমে উঠে যাবার সম্ভাবনা থাকে। 8) আলতা পরা হাত ভুল করেও কাপড়ে মুছবেন না। হাতে রুমাল রাখুন, বা টিস্যু। ৯) সাদা স্যান্ডেল বা জুতো পরবেন না। রঙে নষ্ট হয়ে যেতে পারে।
- ট্যাগ:
- লাইফ