
ছবি সংগৃহীত
আমেরিকায় ক্রিকেট ‘জগাখিচুড়ি’
আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০১৫, ০৯:০২
আমেরিকায় ক্রিকেট! ভাবা যায়? তবে ঘটনা অতটা সিরিয়াস কিছু নয়। ব্যাপারটি হলো, যখন সারা ক্রিকেট দুনিয়া কাঁপছে বিশ্বকাপ ক্রিকেট জ্বরে, ঠিক সেইসময়েই আমেরিকান গণমাধ্যমগুলো ক্রিকেট নিয়ে ‘হাতি-ঘোড়া’ ধরণের লেখা লিখে চলেছেন। যেন ওবামার দেশকে ক্রিকেট শেখানোর প্রাণপণ চেস্টা চলছে। আমেরিকার মতো জায়গায় ফুটবল আর বেজবল স্বর্গ হলেও, ক্রিকেট সম্পর্কে তেমন কিছুই জানেনা তারা। আর এমন একটি দেশের গণমাধ্যম যখন ক্রিকেট নিয়ে লেখেন তাতো জগাখিচুড়ি হবেই! আমেরিকার বিখ্যাত ওয়ার্ল্ড স্ট্রিট জার্নালে ক্রিকেট নিয়ে লেখা হয়েছে, ‘যারা ক্রিকেট দেখে বড় হননি, তারা ক্রিকেটের টার্মের নাম শুনলেই অবাক হয়ে যাবেন। গুগলি, সিলি পয়েন্ট, দোসরা, বাউন্সার আরো কতো কি! শুধু তাই নয়, এমন এক ধরণের ক্রিকেট রয়েছে যা টানা পাঁচদিন ধরে চলে। এর মধ্যে আবার চা বিরতি, লাঞ্চও রয়েছে।’ এদিকে ওয়াশিংটন পোস্ট লিখেছে, ‘ক্রিকেট নিয়ে অনেক জায়গায় অনেক উন্মাদনা রয়েছে, তবে এমন এক টুর্নামেন্ট রয়েছে যার জন্য ক্রিকেট দুনিয়াতে ঝড় বয়ে যায়।’ এই আসর যে বিশ্বকাপ তা নিশ্চয় বুঝতে কারো বাকি নেই! তবে আমেরিকা ক্রিকেট নিয়ে যায় করুন না কেন, তারা যে মূল ধারার ক্রিকেটে আসতে আসতে আরো কয়েক যুগ সময় লাগতে পারে, তা নিয়ে কোন সন্দেহ নেই।
- ট্যাগ:
- ক্রিকেট
- খেলা
- ক্রিকেট
- আমেরিকা / যুক্তরাষ্ট্র