ছবি সংগৃহীত

অবাঞ্ছিত লোম দূর করুন সহজ ঘরোয়া উপায়ে

সাবেরা খাতুন
লেখক
প্রকাশিত: ০৫ আগস্ট ২০১৬, ০৩:০৯
আপডেট: ০৫ আগস্ট ২০১৬, ০৩:০৯

ফটো সোর্স : www.stylecraze.com

(প্রিয়.কম)-  যেকোন নারীর মুখে ও শরীরে অবাঞ্ছিত লোম দেখা গেলে তা একটি উপদ্রবের মতোই মনে হয়। ওয়াক্সিং এর মাধ্যমে অবাঞ্ছিত লোম দূর করার প্রক্রিয়াটি বেশ ব্যথাযুক্ত হয়। অতিরিক্ত লোম গজানোর সমস্যাটি শুরু হয় বয়ঃসন্ধিকাল থেকে এবং মুখ, ঘাড়, বুক, পিঠ, পায়ের আঙ্গুল এবং হাত জুড়ে বিস্তার লাভ করে। ১৮-৪৫ বছর বয়সের মানুষের এই সমস্যাটি হয়ে থাকে। বৈজ্ঞানিকভাবে এই সমস্যাকে হিরসুটিজম বলে। হিরসুটিজম হওয়ার কারণ এবং এর প্রতিকার সম্পর্কে জেনে নিই চলুন।

হিরসুটিজম হওয়ার প্রধান কারণ :    

১। নারীর রক্তে পুরুষ হরমোন এন্ড্রোজেনের মাত্রা বৃদ্ধি পেলে

২। জেনেটিক কারণে এবং

৩। হরমোনের ভারসাম্যহীনতার কারণে।

সুখবর হচ্ছে অবাঞ্ছিত লোম দূর করার জন্য ব্যয়বহুল ও ব্যথাযুক্ত ট্রিটমেন্ট করার পরিবর্তে প্রাকৃতিক উপাদান ব্যবহার করেই এই অস্বস্তিকর সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। অবাঞ্ছিত লোম দূর করার জন্য প্রাকৃতিক উপাদানগুলো হচ্ছে –  

১। পুদিনা চা

ফিজিওথেরাপি রিসার্চ নামক জার্নালে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে জানা যায় যে, পুদিনা চা পুরুষ হরমোন টেস্টোস্টেরনকে (যা অতিরিক্ত লোম সৃষ্টির জন্য দায়ী) কমতে সাহায্য করে এবং হালকা মানের হিরসুটিজমের চিকিৎসার বিকল্প হিসেবে ব্যবহার করা যায়।  

১ চামচ পুদিনা পাতার চা একটি কাপে নিয়ে এর মধ্যে গরম পানি দিয়ে ১০ মিনিট রাখুন। এই চা দিনে দুইবার ৫ দিন যাবত পান করুন।

২। হলুদ ও বেসনের প্যাক

১ টেবিল চামচ বেসনের মধ্যে এক চিমটি হলুদ যোগ করুন। এর মধ্যে ১ টেবিল চামচ টকদই মেশান। মিশ্রণটি আপনার মুখে ও ঘাড়ে লাগান। আপনি যদি হাত ও পায়ে লাগাতে চান তাহলে আরো বেশি পরিমাণে তৈরি করে নিতে পারেন এই প্যাকটি। মিশ্রণটি ভালো করে ত্বকে লাগিয়ে ম্যাসাজ করুন এবং শুকানো পর্যন্ত অপেক্ষা করে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

৩। চিনি ও লেবুর প্যাক

বিউটি এক্সপার্ট শেহনাজ হুসেইন মুখের অবাঞ্ছিত লোম দূর করার জন্য চিনি ও লেবুর প্যাক ব্যবহার করার পরামর্শ দেন। লেবুতে হালকা ব্লিচিং উপাদান আছে।

৩০ গ্রাম চিনির মধ্যে ১০ মিলিলিটার তাজা লেবুর রস ও ১৫০ মিলিলিটার পানি মেশান। মিশ্রণটি লোমের স্থানে ভালো করে লাগান। ১৫ মিনিট রাখার পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। তারপর আস্তে আস্তে একটু ঘষে নিন ত্বক। সপ্তাহে একবার এই প্যাকটি লাগান।

৪। মধু ও লেবুর প্যাক

শেহনাজ হুসেইন আরো একটি প্যাকের কথা বলেন, আর তা হল মধু ও লেবুর প্যাক। ৪০ মিলিলিটার মধুর সাথে ১০ মিলিলিটার তাজা লেবুর রস মিশিয়ে নিন। একটি তুলোর বলে মিশ্রণটি লাগিয়ে ত্বকের উপরে ঘষুন। ১৫ মিনিট পড়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইবার এটি ব্যবহার করুন।

উপরোক্ত ঘরোয়া প্রতিকারগুলো ব্যবহার করে অবাঞ্ছিত লোমকে বিদায় করুন নিরাপদ ও প্রাকৃতিকভাবে।     

লিখেছেন-

সাবেরা খাতুন

ফিচার রাইটার, প্রিয় লাইফ

প্রিয়.কম