কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রোবট সোফিয়া এবং হ্যানসন রোবোটিক্স এর প্রধান বিজ্ঞানী বেন গার্টেজ । সংগৃহীত ছবি

ডিজিটাল ওয়ার্ল্ডে ‘রোবট সোফিয়া’খ্যাত হ্যানসন রোবোটিক্সকে আমন্ত্রণ

রাকিবুল হাসান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০১৭, ১৬:৪৪
আপডেট: ১৬ নভেম্বর ২০১৭, ১৬:৪৪

(প্রিয়.কম) বিশ্বের প্রথম সোশ্যাল রোবট সোফিয়ার নির্মাতা প্রতিষ্ঠান হ্যানসন রোবোটিক্সকে ঢাকায় অনুষ্ঠিতব্য ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭ এর প্রদর্শনীতে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। প্রাথমিকভাবে ডিজিটাল ওয়ার্ল্ডের আয়োজকদের আমন্ত্রণ গ্রহণ করলেও প্রদর্শনীতে অংশ নেওয়ার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য জানায়নি হ্যানসন রোবোটিক্স।

১১ নভেম্বর বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারস্থ জনতা টাওয়ার সফটওয়্যার টেকনোলজি পার্কে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

তিনি আরও জানান, এবারের প্রদর্শনীতে প্রথম বাংলাদেশি ব্যক্তি হিসেবে ২০০৭ সালে অস্কার জয়ী নাফিস বিন জাফরকে আসার আমন্ত্রণ জানানো হয়েছে। কারণ আমরা গেমিং ইন্ডাস্ট্রিতে ভালো করেছি। তাকে দেখলে বা তার কথা শুনলে দেশের তরুণরা আরও আগ্রহ পাবে। এছাড়া ডিজিটাল ওয়ার্ল্ড প্রদর্শনীতে আরও অনেককে অংশ নেয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। অনেক চমক রাখার চেষ্টা করা হয়েছে। 

প্রতিমন্ত্রী বলেন, আমরা তাদের আমন্ত্রণ জানিয়েছি। তারা আমাদের আমন্ত্রণ গ্রহণ করেছেন। তবে তারা ডিজিটাল ওয়ার্ল্ড প্রদর্শনীতে আসতে পারবে কিনা তা অতি শিগগির আমাদের জানাবেন। আশা করি আগামী সপ্তাহে এ বিষয়ে আমরা বিস্তারিত জানাতে পারব।

ডিজিটাল ওয়ার্ল্ড প্রদর্শনী করার কারণ হিসেবে পলক বলেন, বিশ্ব প্রযুক্তি পাড়ায় কোথায় কী ঘটছে এবং আগামী পাঁচ বছরে কী ঘটতে যাচ্ছে তা দেশের তরুণদের কাছে পৌঁছে দেয়াই ডিজিটাল ওয়ার্ল্ডের মূল লক্ষ্য। এ ছাড়া গত নয় বছরে দেশে তথ্য-প্রযুক্তিতে কী ঘটেছে তা বহির্বিশ্বের কাছে তুলে ধরা। ডিজিটাল ওয়ার্ল্ড প্রদর্শনী হলো বিশ্ব এবং দেশীয় প্রযুক্তির মেলবন্ধন।

এদিকে সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ৬-৯ ডিসেম্বর রাজধানীর বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টার (বিআইসিসি) তে পঞ্চম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় তথ্য-প্রযুক্তি মেলা ‘ডিজিটাল ওয়ার্ল্ড।

চারদিনব্যাপী এই আয়োজনে গুগল-নুয়ান্সসহ খ্যাতিমান তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ঠ প্রতিষ্ঠানের প্রায় দুই শতাধিক বক্তা ২৪টি বেশি সেমিনারে অংশ নেবে। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আইটি ক্যারিয়ার-বিষয়ক সম্মেলনের পাশাপাশি উন্নয়ন সহযোগীদের নিয়ে থাকবে ডেভেলপার সম্মেলন। প্রযুক্তি প্রেমীদের জন্য মেলায় সফটওয়্যার শোকেসিং, ই-গভর্নেন্স এক্সপো, স্টার্টআপ জোন, কিডস জোন, মেড ইন বাংলাদেশ জোন এবং ইন্টারন্যাশনাল জোন থাকবে।

নাফিস বিন জাফর । সংগৃহীত ছবি

আইসিটি ডিভিশনের উদ্যোগে আয়োজিত এই মেলায় আয়োজন সহযোগী হিসেবে থাকছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল(বিসিসি), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) ও একসেস টু ইনফরমেশন(এটুআই)। 

মেলার পার্টনার হিসেবে থাকছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্য), ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব), বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ), বাংলাদেশ উইমেন ইন আইটি (বিআইডব্লিউটি), সিটিও ফোরাম। 

প্রিয় টেক/মিজান